বাধা বন্দর কর্তৃপক্ষ, অভিযোগ শুভেন্দুর

এ দিন মন্ত্রী অভিযোগ করেন, হলদিয়া বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় এখানে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হচ্ছে না। পরিকাঠামোহীনএই বাসস্ট্যান্ডকে আধুনিক করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০০:৫২
Share:

অনুষ্ঠানে মন্ত্রী। নিজস্ব চিত্র

উন্নয়নে বাধা দিচ্ছেন হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার হলদিয়া পুরসভার বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে এমনই অভিযোগ করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

এ দিন মন্ত্রী অভিযোগ করেন, হলদিয়া বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় এখানে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হচ্ছে না। পরিকাঠামোহীনএই বাসস্ট্যান্ডকে আধুনিক করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, ‘‘হলদিয়া ভবন থেকে আঙ্কারেজ ক্যাম্প তিন কিলোমিটার রাস্তায় অর্ধেক আলো জ্বলে না। এই সব পথবাতির স্যুইচ রয়েছে বন্দরে। ওরা না পারলে আমাদের দিক।’’ যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) অমল দত্ত বলেন, ‘‘এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না।’’

এ দিন মন্ত্রী জানান, হলদিয়ায় যুব কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় একটি যুব আবাস তৈরি হবে। এছাড়াও একটি সার্কিট হাউস তৈরি হবে। হলদিয়ার ভবানীপুরের কাছে একটি ৫০ শয্যার ট্রমা সেন্টারের কাজ শেষের পথে। এটি তৈরি হলে জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্তদের এখানে দ্রুত চিকিৎসা করা যাবে। অনুষ্ঠানে চারজন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের স্মারক দেওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন