school

Debra: করোনা কাঁটায় বন্ধ স্কুল, ডেবরায় গায়ের তলায় কচিকাচাদের ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা

বাচ্চাদের ক্লাস নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি, সহ-শিক্ষক অরুপ ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডেবরা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২৩:০৩
Share:

—নিজস্ব চিত্র।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলবে স্কুল। অফলাইনেই চলছে পঠনপাঠন। তবে পড়াশোনা চালু রাখতে গাছ তলায় ক্লাস শুরু করেছেন কয়েক জন শিক্ষক। ডেবরা ব্লকের জোতহাড়ো জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্যোগে এ ভাবেই পড়াশোনা শুরু হয়ে‌ছে চলতি মাসের প্রথম থেকে।

Advertisement

গাছের তলায় আসন পেতেই বসে পড়ছে কচিকাচারা। স্কুল থেকে ব্ল্যাক বোর্ড নিয়ে আসছেন শিক্ষকেরা। সপ্তাহে সোমবার থেকে শুক্রবার চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পালা করে ক্লাস চলছে গাছের তলায়। প্রতি দিন এক একটি ক্লাসের পড়ুয়াদের ডাকা হচ্ছে।

বাচ্চাদের ক্লাস নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি, সহ-শিক্ষক অরুপ ভট্টাচার্য। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক-সহ বিভিন্ন বিষষের ক্লাস হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি বলেন, ‘‘করোনা পরিস্থিতির জন্য প্রাথমিক স্কুল বন্ধ থাকায় শিশু পড়ুয়াদের পড়াশোনার খুবই ক্ষতি হচ্ছে। অনেক পড়ুয়া পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। অভিভাবকরা আমাদের কাছে প্রায়ই জানতে চান, স্কুল কবে খুলবে। মূলত অভিভাবকদের আগ্রহেই আমরা স্কুলের পড়ুয়াদের নিয়ে পড়াশোনা চালু করেছি।’’

Advertisement

এক অভিভাবক রুমা দাস বলেন, ‘‘আমরা চাইছিলাম সপ্তাহে অন্তত এক দিন স্কুলে পড়াশোনা হোক। শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করেছিলাম। শিক্ষক-শিক্ষিকরা এগিয়ে আসায় আমরা খুশি।’’

স্কুলের পড়ুয়া সুপ্রিয়া দাস বলে, ‘‘অনেক দিন স্কুলে যেতে পারি না। মন খারাপ লাগে। তবে এখানে স্যারেরা এসে আমাদের পড়াচ্ছেন। খুব ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন