একধাক্কায় নামল পারদ, স্বস্তি 

রবিবার গভীর রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ঝড়ও দেয়। কিছু দিন আগে পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টি হয়েছিল। ফের উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যের দিকে এগিয়ে এসেছে। তার জেরেই এই বৃষ্টি। আজ, মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মেদিনীপুর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১১
Share:

রবিবার রাতের ঝড়-বৃষ্টির পরে ফের শীত-শীত ভাব তৈরি হয়েছে মেদিনীপুরে। একধাক্কায় অনেকটা নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার দুপুর পর্যন্ত মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাত থেকে শুরু হয়ে সোমবারও ঝড়বৃষ্টি হয়। সোমবারও দিনভর আকাশ ছিল মেঘলা।

Advertisement

এ দিন খুব কম সময়ের জন্য রোদের দেখা মিলেছে। ঝড়বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পি মোহনগাঁধী বলেন, ‘‘সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ মেদিনীপুরে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মেদিনীপুরে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রবিবার গভীর রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ঝড়ও দেয়। কিছু দিন আগে পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টি হয়েছিল। ফের উত্তর ভারত থেকে পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যের দিকে এগিয়ে এসেছে। তার জেরেই এই বৃষ্টি। আজ, মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

ইদানীং, মেদিনীপুরে গরম পড়তে শুরু করেছিল। শীতের পোশাক অনেকেই গুছিয়ে ফেলেছিলেন। ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা ছিল। ঝড়বৃষ্টির জেরে অবশ্য তা নিম্নমুখী। এই আবহাওয়া মেদিনীপুরে খানিক স্বস্তির প্রলেপ দিয়েছে। দিন কয়েক ধরে যেখানে মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০- ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল, হঠাৎ করে সেটা ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন