এক টাকায় এক লিটার পরিস্রুত জল গোপ কলেজে

এ দিন সুব্রতবাবু বলেন, “আগে যখন এসেছিলাম তখন কলেজের ইতিহাসের কথা শুনেছিলাম। তখনই এই কলেজ সম্পর্কে একটা উপলব্ধি আমার হয়। সাধারণভাবে মন্ত্রীরা এলে অনেক কিছু চাওয়া হয়, কখনও বেশিই চাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ০২:৩১
Share:

খোশমেজাজে: ছাত্রীদের সঙ্গে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

এ বার আরও পরিস্রুত পানীয় জল মিলবে গোপ কলেজে। শনিবার মেদিনীপুরের এই মহিলা কলেজে ওয়াটার এটিএমের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অর্থ সহায়তায় এই ওয়াটার এটিএম হয়েছে।

Advertisement

এ দিন সুব্রতবাবু বলেন, “আগে যখন এসেছিলাম তখন কলেজের ইতিহাসের কথা শুনেছিলাম। তখনই এই কলেজ সম্পর্কে একটা উপলব্ধি আমার হয়। সাধারণভাবে মন্ত্রীরা এলে অনেক কিছু চাওয়া হয়, কখনও বেশিই চাওয়া হয়। কিন্তু আমার কাছে কলেজ থেকে পানীয় জলের আবেদন জানানো হয়েছিল। আমি তা করে দিয়েছি।’’ মন্ত্রীর কথায়, “আমরা করে দিলাম। একে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের।’’

মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে (গোপ কলেজ) এতদিন একটি গভীর নলকূপ ছিল। শনিবার আরও একটি গভীর নলকূপের উদ্বোধন হয়েছে। ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, প্রদ্যোত ঘোষ প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্কুল-কলেজে এমন প্রকল্প হচ্ছে বলে জানান সুব্রতবাবু। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী বলেছেন, কলেজ-স্কুল এবং গ্রামে আমরা বেশি করে ওয়াটার এটিএম তৈরি করব। এটিএম মানে আপনারা জানেন টাকা আসে। আমাদের এটিএমে পয়সা দিলে জল আসে। ৭০ ভাগ ছোট ছোট অসুখ জল থেকে হয়। তাই পরিস্রুত জল ব্যবহার করতে হবে। মাঝেমধ্যেই আমরা পরীক্ষা করি জলে ব্যাকটেরিয়া আছে কি না।’’

Advertisement

এ দিনের অনুষ্ঠানে মন্ত্রী মনে করিয়ে দেন, এ রাজ্যে মোট ৮৩টি ব্লকে আর্সেনিকের প্রভাব রয়েছে। আর্সেনিক হচ্ছে জলের ক্যানসার। তবে ২০২০ সালের মধ্যে সরকার আর্সেনিকমুক্ত পশ্চিমবঙ্গ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। তার মধ্যে সব মানুষকে মাথাপিছু ৭০ লিটার করে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। কলকাতার মানুষ যে জল পান করেন, গ্রামের মানুষও সেই জল পান করবেন।

ঠিক ছিল, ওয়াটার এটিএমে দু’টাকা দিলে তবে এক লিটার জল বেরোবে। তবে এ দিন সুব্রতবাবু জানান, এক টাকা দিলেই এক লিটার জল মিলবে। মন্ত্রীর কথায়, “দু’টাকার কয়েন পেতে একটু অসুবিধে হচ্ছে। তাই ইঞ্জিনিয়ারদের জিজ্ঞাসা করলাম, এটা এক টাকায় করা যায় কি না। ওঁরা বললেন,সম্ভব। তবে আমরা এই জল বিক্রি করছি না। বিনা পয়সাতেই জল দিতে পারতাম। কিন্তু এই যন্ত্রের প্রযুক্তিটা হল এমন।’’

গোপ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য মন্ত্রীর কাছে সহায়তার আর্জি জানান অধ্যক্ষা জয়শ্রী লাহা। সুব্রতবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয় নতুন করে তৈরি করেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব রাখার চেষ্টা করব।’’

ওয়াটার এটিএম

• পরিস্রুত পানীয় জল বিতরণের স্বয়ংক্রিয় যন্ত্র

• এই যন্ত্র থেকে দিনে এক হাজার লিটার পর্যন্ত পরিস্রুত পানীয় জল বিতরণ সম্ভব, যন্ত্রের ক্ষমতা দিনে ৫ হাজার লিটার পর্যন্ত বাড়ানো যায়।

• এই এটিএম থেকে এক লিটার পরিস্রুত পানীয় জল পেতে ১৫ সেকেন্ড সময় লাগবে

• দিনে ১২ ঘন্টা কাজ করতে পারে এই জল বিতরণের যন্ত্র

• এতে বিভিন্ন ফিল্টারের সঙ্গে উচ্চ গুণমানের অ্যাক্টিভেটেড কার্বন রয়েছে, যা জলের দুর্গন্ধ ও ক্ষতিকর পদার্থকে দূর করে

• ব্যাকটেরিয়া ও অন্য জীবাণু দূর করতে রয়েছে আলট্রা ভায়োলেট রে-র যন্ত্রাংশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন