অরণ্যশহরে এ বার পাল্টা সভা তৃণমূলের

কয়েক দিন আগে অরণ্যশহরের রবীন্দ্রপার্ক লাগোয়া ছোট মাঠে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সভায় উপচে পড়া ভিড় অস্বস্তি বাড়িয়েছিল শাসক দলের। এবার একই জায়গায় পাল্টা সভার দিন ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় জানান, আগামী ১১ জুন, বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র পার্ক লাগোয়া ছোট মাঠেই তৃণমূলের পাল্টা সভাটি হবে। সভায় জেলার নেতারাই হাজির থাকবেন। রাজ্যস্তরের কেউ থাকছেন না। এ প্রসঙ্গে দীনেনবাবুর দাবি, “জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের মুখ্য রূপকার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। সেটা আমরা সভায় প্রমাণ করে দেব।”

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০১:৪৭
Share:

কয়েক দিন আগে অরণ্যশহরের রবীন্দ্রপার্ক লাগোয়া ছোট মাঠে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সভায় উপচে পড়া ভিড় অস্বস্তি বাড়িয়েছিল শাসক দলের। এবার একই জায়গায় পাল্টা সভার দিন ঘোষণা করল তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় জানান, আগামী ১১ জুন, বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র পার্ক লাগোয়া ছোট মাঠেই তৃণমূলের পাল্টা সভাটি হবে। সভায় জেলার নেতারাই হাজির থাকবেন। রাজ্যস্তরের কেউ থাকছেন না। এ প্রসঙ্গে দীনেনবাবুর দাবি, “জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের মুখ্য রূপকার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। সেটা আমরা সভায় প্রমাণ করে দেব।” তৃণমূল জেলা সভাপতির কটাক্ষ, “সিপিএম জেলার বাইরে থেকে লোক এনে মাঠ ভরিয়েছিল। আমাদের সভায় শুধুমাত্র ঝাড়গ্রাম মহকুমা এলাকা থেকে দ্বিগুণ সংখ্যক মানুষ আসবেন।’’ তৃণমূল সূত্রের খবর, পাল্টা সভায় লোক ভরানোর জন্য গত কয়েক দিন ধরে ঝাড়গ্রাম মহকুমার বিভিন্ন ব্লকে বৈঠক করা হচ্ছে। জেলা সভাপতি দীনেনবাবু, জেলার কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, প্রদ্যোত্‌ ঘোষ, আদিবাসী উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতোর মতো সবস্তরের নেতারা ওই কর্মি-বৈঠকগুলিতে হাজির থাকছেন। বৃহস্পতিবার পাল্টা সভায় কমপক্ষে দশ হাজার মানুষের জমায়েত করার জন্য প্রতিটি ব্লকের নেতা-কর্মীদের সক্রিয় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন