ডাকঘরে ভাঙচুর, গ্রেফতার ৩

পুলিশ জানিয়েছে,  ধৃত শেখ শাহ আলম খেজুরি থানার শেরখানচকের এবং শেখ আনোয়ার ও শেখ আজগর খেজুরি উপকূল থানার রাধানগর গ্রামের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খেজুরি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৩
Share:

আদালতের পথে ধৃতেরা।

ডাকঘরে ভাঙচুর করে সরকারি সম্পত্তি নষ্ট এবং পোস্ট মাস্টারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। শুক্রবার খেজুরির শেরখানচক পোস্ট অফিসের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত শেখ শাহ আলম খেজুরি থানার শেরখানচকের এবং শেখ আনোয়ার ও শেখ আজগর খেজুরি উপকূল থানার রাধানগর গ্রামের বাসিন্দা। ধৃতদের শনিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শেখ শাহ আলম অনলাইনে জুতো, মোবাইল ও ঘড়ি বুকিং করেছিল। তার নামে একটি পার্সেল শুক্রবার শেরখানচক পোস্ট অফিসে আসে। পোস্ট অফিসের পক্ষ থেকে মোবাইলে তা শেখ শাহআলমকে জানানো হয়। শাহ আলম পার্সেলটি নিতে পোস্টঅফিসে যায়। পার্সেলের জন্য পোস্ট অফিসে সে ৫ হাজার ৫০০ টাকা জমা দেয় বলে তার দাবি। তার অভিযোগ, পার্সেলটি নিয়ে সে দেখে তার মধ্যে জুতো আছে। কিন্তু মোবাইল বা ঘড়ি নেই। বিষয়টি সে পোস্টমাস্টার প্রদীপ ভট্টাচার্যকে জানায়। পোস্টমাস্টার তাকে বলেন, ‘‘এতে পোস্টঅফিসের কোনও ভূমিকা নেই।’’ অভিযোগ, এর পরই শাহ আলম তার দেওয়া টাকা ফেরত চায়। পোস্টঅফিসের তরফে তার নিয়ম নেই বলে জানানো হলে শাহ আলম রেগে গিয়ে মোবাইলে তার দুই বন্ধুকে ডেকে পাঠায় এবং পরে তিনজনে নিলে পোস্ট অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকী পোস্ট মাস্টারকে মারধর ও তাঁর কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ। পোস্ট মাস্টার খেজুরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে খেজুরি থানার পুলিশ রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন