কাজে ‘নজর’ রাখুন, আর্জি শুভেন্দুর

মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ায় তৃণমূলের একটি দলীয় কর্মসূচি হয়। সেখানে যোগ দিতে এসে দলের জন প্রতিনিধিদের কাজের উপর ‘নজরদারি’ চালানোর জন্য সমাজের বিশিষ্টজনেদের কাছে আবেদন জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০০:০৯
Share:

ফাইল চিত্র।

দলের কাউন্সিলরদের কাজের উপর ‘নজর রাখার নির্দেশ’ দিলেন পরিবহণ এবং পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ায় তৃণমূলের একটি দলীয় কর্মসূচি হয়। সেখানে যোগ দিতে এসে দলের জন প্রতিনিধিদের কাজের উপর ‘নজরদারি’ চালানোর জন্য সমাজের বিশিষ্টজনেদের কাছে আবেদন জানান তিনি।

এদিন শুভেন্দু বলেন, ‘‘কারখানা এবং শ্রমিক সংগঠনের নেতাদের উপর নজর রাখার জন্য কাউন্সিলরদের বলেছি। একই রকম ভাবে কাউন্সিলরেরা কেমন কাজ করছেন, তা দেখার জন্য সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক-সহ গুণিজনদের কাজে আর্জি জানাচ্ছি।’’

Advertisement

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এ দিন হলদিয়ায় আটটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন শুভেন্দু। পাশাপাশি, হলদিয়ায় মৃত তিন শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। এ দিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেন্দু বলেন, ‘‘২০১৯-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন। তার জন্য বাংলার মানুষ এগিয়ে আসবে সবার আগে।’’ মঙ্গলবার দিনভর হলদিয়া জুড়ে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়। সেই সব অনুষ্ঠানে শুভেন্দু জানান, সব ওয়ার্ডে কমিউনিটি হল গড়ে তোলা হবে। এ জন্য পুরসভা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আর্থিক সাহায্য করবে। এ দিন হলদিয়ার দুর্গাচকে পুলিশের উদ্যোগে এক হাজার বস্ত্র এবং দু’হাজার শীতবস্ত্র বিলি করেন পরিবহণ মন্ত্রী। এক হাজার পড়ুয়াকে স্কুল ব্যাগও দেওয়া হয়।

এ দিনের অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য মধুরিমা মণ্ডল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, ভাইস চেয়ারম্যান সুধাংশু মণ্ডল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন