অভিষেকের সভা নিয়ে জেলা যুব তৃণমূলের প্রস্তুতি

চণ্ডীপুরে যুব তৃণমূলের সভায় চড় কাণ্ডের প্রায় সাত মাস পর ফের পূর্ব মেদিনীপুর জেলায় সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই কলকাতায় শহিদ স্মরণ সমাবেশের সমর্থনে আগামী ১৬ জুলাই পাঁশকুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:৪৪
Share:

চণ্ডীপুরে যুব তৃণমূলের সভায় চড় কাণ্ডের প্রায় সাত মাস পর ফের পূর্ব মেদিনীপুর জেলায় সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই কলকাতায় শহিদ স্মরণ সমাবেশের সমর্থনে আগামী ১৬ জুলাই পাঁশকুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হচ্ছে। ওই সভায় তৃণমূল যুব কংগ্রেস রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে।

Advertisement

আগামী ২১ জুলাইয়ের সমাবেশের পাশাপাশি পাঁশকুড়ার ওই সভার প্রস্তুতি নিয়ে শনিবার বিকেলে তমলুক শহর সংলগ্ন একটি বেসরকারি অতিথিশালায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের এক বৈঠক হয়। ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমান,তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ দলের যুব সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বরা। বৈঠকে আগামী ২১ জুলাই কলকাতায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ডাকে শহিদ সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পরে জেলা যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বলেন, ‘‘কলকাতায় ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশের সমর্থনে আগামী ১৬ জুলাই পাঁশকুড়ায় সভা করা হচ্ছে। ২১ জুলাইয়ের কলকাতার সমাবেশের প্রস্তুতির পাশাপাশি পাঁশকুড়ার ওই সভার প্রস্তুতি নিয়ে এ দিন জেলা ও ব্লক স্তরের যুব সংগঠনের নেতৃত্বের নিয়ে আলোচনা করা হয়েছে।’’

তৃণমূলের আসন্ন ২১ জুলাই কলকাতায় সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা হল এগরাতে। এগরা-১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এই সভাটি কুদি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল তিনটেয় হয়। হাজির ছিলেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি ও সাংসদ শিশির অধিকারী, এগরার বিধায়ক সমরেশ দাস, এগরা-১ ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধেশ্বর বেরা, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শিখা মাইতি প্রমুখ। সভায় ব্লক এলাকায় দলের কাজকর্ম, মহিলা কংগ্রেসের সংগঠন ও ২১ জুলাই কলকাতার সমাবেশ নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলকে শিশিরবাবু আগামী ২১ জুলাই সমাবেশকে সফল করার আহ্বান জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন