আজ খড়্গপুরে মমতা

এর আগে দু’দফায় নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে ফের সভা করবেন তিনি। দলীয় সূত্রে খবর, মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গায় সভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০১:০৭
Share:

এর আগে দু’দফায় নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে ফের সভা করবেন তিনি। দলীয় সূত্রে খবর, মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গায় সভা। শুক্রবার নারায়ণগড়ের দলীয় প্রার্থী প্রদ্যোত ঘোষের সমর্থনে সভা করবেন। মুখ্যমন্ত্রীর তৃতীয় দফার প্রচারসূচি ঘিরে ব্যস্ততা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। সভাগুলোয় ভাল জমায়েত নিশ্চিত করতে তৎপর দলের নেতা-কর্মীরা। খড়্গপুরে গ্রামীণে আগেই সভা করার কথা ছিল কলাইকুণ্ডায়। তবে কলকাতায় উড়ালপুল দুর্ঘটনার পরে সে সভা বাতিল হয়। পরে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেন, চুয়াডাঙ্গায় মুখ্যমন্ত্রীর সভা হবে। দিন কয়েক আগে এই এলাকায় প্রচার করেছেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। বিনা লড়াইয়ে সিপিএমকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। তাই মুখ্যমন্ত্রীর সভা মেদিনীপুর সদর ব্লকের এই এলাকায় করার সিদ্ধান্ত বলে দলেরই এক সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement