পুকুরে পড়ে রয়েছে টোটো। — নিজস্ব চিত্র।
বাড়ির উঠোন থেকে টোটো চুরির অভিযোগ উঠল। পরে সেই টোটো মিলল পুকুরের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির ঘটনা। টোটোটিকে জল থেকে তোলার পর দেখা গেল, তার চারটি ব্যাটারি উধাও। পুলিশ মনে করছে, ওই ব্যাটারি চুরি করতেই টোটোটিকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
টোটোর মালিকের নাম রঘুনাথ সাউ। শনিবার রাতে তাঁর বাড়ির উঠোন থেকে উধাও হয়ে যায় যানটি। রবিবার সকালে খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে মেলে টোটোটি। ওই বাড়িতে বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির ঘটনা। ফুটেজে দেখা গিয়েছে, তিন জন বাড়িতে ঢুকে চুরি করছেন।
টোটোটিকে জল থেকে তোলার পর দেখা যায়, তার চারটি ব্যাটারিই নেই। ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার পরে যানটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোটি। রঘুনাথ জানিয়েছেন, এই চুরির ঘটনায় তিনি স্থানীয় কেশিয়ারি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছে। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।