গিধনিতে থামে না ট্রেন, সমস্যা

অফিস টাইমে গিধনিতে যাওয়ার ট্রেনের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। জামবনি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তরফেও নিত্যযাত্রীদের সমস্যা নিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০৬:৫০
Share:

প্রতীকী ছবি।

জামবনির ব্লক সদর গিধনি। অথচ অফিস টাইমে গিধনিতে যাওয়ার ট্রেন মেলে না। ফলে প্রতিদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে হাজার খানেক নিত্যযাত্রীকে।

Advertisement

অফিস টাইমে গিধনিতে যাওয়ার ট্রেনের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। জামবনি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তরফেও নিত্যযাত্রীদের সমস্যা নিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি।

জামবনির ব্লক সদর গিধনিতে ব্লক অফিস ও অন্যান্য প্রশাসনিক দফতর রয়েছে। এ ছাড়াও রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। জামবনি ব্লকে বাসের যোগাযোগ তেমন ভাল নয়। ব্লক সদরের ‘লাইফ লাইন’ হল ট্রেন। প্রতিদিন হাউর, রাধামোহনপুর, বালিচক, খড়্গপুর, নিমপুরা, কলাইকুণ্ডা, খেমাশুলি, ঝাড়গ্রাম থেকে বহু সরকারি কর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যাঙ্ককর্মী, বেসরকারি সংস্থার হাজার খানেক কর্মী কাজের সূত্রে গিধনিতে যাতায়াত করেন। কিন্তু অফিস টাইমে গিধনিতে যাওয়ার কোনও ট্রেন না থাকায় চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। এই অবস্থায় ট্রেনে ঝাড়গ্রাম পর্যন্ত এসে তারপর ২০ কিলোমিটার রাস্তা ট্রেকারে চেপে গিধনিতে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদেরা। অফিস ও স্কুল ছুটির পরে গিধনি থেকে খড়্গপুরে ফেরার ট্রেন না থাকায় ফের বাসে-ট্রেকারে ঝাড়গ্রামে পৌঁছে সেখান থেকে ফেরার ট্রেন ধরতে হয় তাঁদের। নিত্যযাত্রীদের বক্তব্য, খড়্গপুর থেকে ভোর ৫টা ৪০ মিনিটের পরে অফিস টাইমে গিধনি যাওয়ার কোনও আপ ট্রেন নেই। আপ ইস্পাত এক্সপ্রেস গিধনিতে থামে না। ফলে বেশিরভাগ নিত্যযাত্রী খড়্গপুর থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে সকাল ৯টা ১০ নাগাদ ঝাড়গ্রামে আসেন। তারপর ট্রেকার বা বাসে গিধনিতে পৌঁছন। অথচ গিধনির পরে ঝাড়খণ্ডের অপেক্ষাকৃত কম দূরত্বের ছোট-বড় প্রায় সব স্টেশনেই থামে ইস্পাত এক্সপ্রেস। সকালে সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত একটি লোকাল ট্রেন আছে। ওই লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৯টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছয়। ওই লোকালটিকে গিধনি পর্যন্ত চালানোর দাবি দীর্ঘদিনের। নিত্যযাত্রীদের দাবি, অফিস টাইমে আপ ইস্পাত এক্সপ্রেস গিধনিতে থামলে এবং সাঁতরাগাছি লোকালকে গিধনি পর্যন্ত চালানো হলে এবং বিকেলে খড়্গপুরগামী ডাউন লালমাটি এক্সপ্রেস গিধনি স্টেশনে থামলে খড়্গপুর-ঝাড়গ্রাম শাখার বহু নিত্যযাত্রী উপকৃত হবেন।

Advertisement

জামবনির বিডিও মহম্মদ আলিম আনসারি ও জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর ধল বলেন, “নিত্যযাত্রীদের দাবি যুক্তিসঙ্গত। সকালে অফিস টাইমে গিধনি আসার ট্রেন না থাকায় খুবই সমস্যা হয়।” দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন। ‘‘খড়্গপুর ডিভিশন থেকে সুনির্দিষ্ট প্রস্তাব এলে তা খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন