BDO

৯ বিডিও বদলি

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় বিডিও, মহকুমা ও জেলাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ মর্যাদার মোট ১৮৭ জন আধিকারিক’কে বৃহস্পতিবার বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক ও কাঁথি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০২:২৬
Share:

ফাইল চিত্র।

জেলাশাসকের বদলি হয়েছে দিন কয়েক আগেই। এবার একলপ্তে পূর্ব মেদিনীপরের ন’জন বিডিও’র বদলি হল। নিয়ম মতো তাঁদের বদলি হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। তবে দু’একটি জায়গায় এই বিডিও বদলি ঘিরেও অনেকেই রাজনৈতিক তত্ত্ব খাড়া করছেন।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় বিডিও, মহকুমা ও জেলাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ মর্যাদার মোট ১৮৭ জন আধিকারিক’কে বৃহস্পতিবার বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিডিও’র রদবলের তালিকায় রয়েছে নন্দীগ্রাম-১, হলদিয়া, কাঁথি-১, দেশপ্রাণ, তমলুক, শহিদ মাতঙ্গিনী, মহিষাদল, চণ্ডীপুর ও পটাশপুর-২ ব্লক।

নন্দীগ্রাম-১ এর বিডিও সুব্রত মল্লিকে হুগলির তারকেশ্বরে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈকত বিশ্বাস নন্দীগ্রাম-১ এর নতুন বিডিও হচ্ছেন। তমলুকের বিডিও গোবিন্দ দাস’কে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে যাচ্ছেন। সেখানে আসছেন হাওড়া জেলাশাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন মণ্ডল। শহিদ মাতঙ্গিনীর বিডিও সুমন কুমার মণ্ডলকে হুগলির আরামবাগ মহকুমাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। বদলে পুরুলিয়ার আড়শার বিডিও অমিতকুমার গায়েন হচ্ছেন শহিদ মাতঙ্গিনী ব্লকে আসছেন।

Advertisement

হলদিয়ার বিডিও তুলিকা দত্ত পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমাশাসক অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছেন। বীরভূম জেলার খয়রাশোলের বিডিও সঞ্জয় দাস হলদিয়ার বিডিও হচ্ছেন। মহিষাদলের বিডিও জয়ন্ত দে উত্তর চব্বিশ পরগনার হাবড়া-১ এর বিডিও পদে বদলি হচ্ছেন। দার্জিলিং জেলার খড়িবাড়ির বিডিও যোগেশচন্দ্র মণ্ডল মহিষাদলে আসছেন। চণ্ডীপুরের বিডিও অভিষেক দাস বদলি হচ্ছেন হাওড়া জেলার বাগনান-১ এ। পুরুলিয়ার রঘুনাথপুর-১ এর বিডিও অনির্বাণ মণ্ডল চণ্ডীপুরের আসছেন। কাঁথি- ১ ব্লকের লিপন তালুকদারকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মণ্ড হারবার-২ ব্লকে পাঠানো হয়েছে। ব্যারাকপুর-১ এর বিডিও তুহিনকান্তি ঘোষ হচ্ছেন কাঁথি-১ এর নয়া বিডিও। দেশপ্রাণের মনোজ মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর-২ এর বিডিও হচ্ছেন। সেখানে আসেছেন মলাদার হাবিবপুরের। পটাশপুর-২ এর বিডিও মধুমালা নন্দীকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে। আর পটাশপুর-২ এর বিডিও হচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট শঙ্কু বিশ্বাস।

উল্লেখ্য, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি’র সভাপতি দিবাকর জানার সঙ্গে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতাদের বিরোধের জেরে সেখানে পুরনো বিডিও সুমন মণ্ডলের বদলির দাবি জেলাপ্রশাসনের কাছে জানিয়েছিলেন দিবাকর। অন্যদিকে, দেশপ্রাণে জোর জল্পনা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তরুণ জানার ঘনিষ্ঠতার জন্য সেখানের বিডিও বদলি হয়েছেন। তরুণকেও সম্প্রতি সংগঠনের ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে প্রশাসনের সাফ বক্তব্য, এটি একটি রুটিন বদলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন