একসঙ্গে বদলি আট বিডিও-র

পশ্চিম মেদিনীপুরের ৮ জন বিডিও-র বদলির নির্দেশ হয়েছে। এই নির্দেশ দিয়েছে নবান্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০২:২৭
Share:

নবান্ন থেকেই বদলির নির্দেশ। ফাইল চিত্র।

একসঙ্গে পশ্চিম মেদিনীপুরের ৮ জন বিডিও-র বদলির নির্দেশ হয়েছে। এই নির্দেশ দিয়েছে নবান্ন। শীঘ্রই নির্দেশ কার্যকর হবে বলে জেলা প্রশাসনের এক সূত্রে খবর। ওই সূত্রের দাবি, এটি রুটিন বদলি। পশ্চিম মেদিনীপুরে ২১টি ব্লক রয়েছে। অর্থাৎ, এক তৃতীয়াংশেরও বেশি ব্লকে নতুন বিডিও আসছেন। ৮ বিডিও-র বদলি নিয়ে জেলায় চর্চা শুরু হয়েছে।

Advertisement

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, জেলার গড়বেতা-১, শালবনি, কেশপুর, কেশিয়াড়ি, মোহনপুর, খড়্গপুর-১, দাসপুর-১ ও দাসপুর-২’এর বিডিও-র বদলির নির্দেশ হয়েছে। বিডিওদের কোথায় বদলি হয়েছে, বিডিও হিসেবে নতুন কে কোথায় আসবেন, নির্দেশে তাও জানানো হয়েছে। কেশপুরের বিডিও সৌরভ মজুমদার বাঁকুড়ার তালড্যাংরার বিডিও হচ্ছেন। কেশপুরের বিডিও হিসেবে আসছেন পূর্ব বর্ধমানের ডিএমডিসি দীপককুমার ঘোষ। শালবনির বিডিও পুষ্পল সরকার পূর্ব বর্ধমানের ডিএমডিসি হচ্ছেন। শালবনির বিডিও হিসেবে আসছেন কোচবিহারের ডিএমডিসি সঞ্জয় মালাকার। কেশিয়াড়ির বিডিও গৌতম সান্যাল বাঁকুড়ার শালতোড়ার বিডিও হচ্ছেন। কেশিয়াড়ির বিডিও হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ডিএমডিসি সৌগত রায়।

অন্য দিকে, দাসপুর-২’এর বিডিও বিট্টু ভৌমিক বাঁকুড়ার জয়পুরের বিডিও হচ্ছেন। দাসপুর-২’এর বিডিও হিসেবে আসছেন ঝাড়গ্রামের ডিএমডিসি অনির্বাণ সাহু। দাসপুর-১’এর বিডিও ভাস্কর রায় বাঁকুড়ার বড়জোড়ার বিডিও হচ্ছেন। দাসপুর-১’এর বিডিও হিসেবে আসছেন জলপাইগুড়ির ডিএমডিসি বিকাশ নস্কর। খড়্গপুর-১’এর বিডিও সৌমিক বাগচী বীরভূমের লাভপুরের বিডিও হচ্ছেন। খড়্গপুর-১’এর বিডিও হিসেবে আসছেন নদিয়ার চাপড়ার বিডিও অনির্বাণ চট্টোপাধ্যায়।

Advertisement

মোহনপুরের বিডিও পরিমল গায়েন বাঁকুড়ার কোতুলপুরের বিডিও হচ্ছেন। মোহনপুরের বিডিও হচ্ছেন বাঁকুড়ার ডিএমডিসি রাজীব দত্তচৌধুরী। গড়বেতা- ১ এর বিডিও বিমলকুমার শর্মা বাঁকুড়ার ওন্দার বিডিও হচ্ছেন। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, মঙ্গলবারই এই নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশ জেলার পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকগুলোয় পৌঁছে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement