হলদিয়ায় স্কুলের পথে নিখোঁজ দুই ছাত্রী

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে দুই ছাত্রী। বৃহস্পতিবার হলদিয়ার ঘটনা। দুই ছাত্রীরই পরিবার সূত্রে খবর, ওই দিন সকালে স্কুলে যাবে বলে তারা বাড়ি থেকে বেরোয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০১:৪০
Share:

নিখোঁজ: সুপর্ণা পাত্র (বাঁদিকে), ডানদিকে সাহানি খাতুন।

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে দুই ছাত্রী। বৃহস্পতিবার হলদিয়ার ঘটনা। দুই ছাত্রীরই পরিবার সূত্রে খবর, ওই দিন সকালে স্কুলে যাবে বলে তারা বাড়ি থেকে বেরোয়। কিন্তু ছুটির পরে না ফেরায় বাড়ির লোকেরা স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন তারা স্কুলে যায়নি। এরপরেই শুক্রবার দুই পরিবারের পক্ষ থেকে হলদিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিখোঁজ ছাত্রীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হলদিয়ার রামগোপালচক স্কুলের ছাত্রী সাহানি খাতুন এবং সুপর্ণা পাত্র সপ্তম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার স্কুলে যাবে বলে বেরিয়ে আর ফেরেনি তারা। সুপর্ণার বাড়ি পীতাম্বর চক বস্তিতে এবং সাহানির বাড়ি ক্ষুদিরাম নগরের বৈশাখী ব্লকে।

স্কুলের প্রধান শিক্ষক সেখ আব্দুল মতিন বলেন, ‘‘মেয়েদুটি কোথায় গেল বুঝতে পারছি না।’’ তিনি জানান, এ ভাবেই মাস কয়েক আগেই হলদিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইউসুফ খান বেপাত্তা হয়ে যায়। তারও এখনও কোনও খোঁজ পায়নি পুলিশ। ফের দুই স্কুলছাত্রীর নিখোঁজের ঘটনায় চিন্তিত অভিভাবকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement