নতুন কেনা মোটরবাইকে দুর্ঘটনা, মৃত ২

নতুন মোটরবাইক কিনে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বছর আঠারোর সদ্য যুবক। কিন্তু বাড়ি ফেরা হল না। সাধের মোটরবাইকের জন্যই প্রাণ গেল খেজুরি থানার খামারদহ পঞ্চায়েতে জাহানাবাদ গ্রামের গুরুপদ সাউয়ের (১৮)। এ দিন তাঁর সঙ্গে ছিলেন তাঁরই এক দাদা মহাদেব সাউ (২৩) এবং বন্ধু মুচিরাম সাউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০০:০১
Share:

দুর্ঘটনার পর় অবরোধ। সোহম গুহর তোলা ছবি।

নতুন মোটরবাইক কিনে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বছর আঠারোর সদ্য যুবক। কিন্তু বাড়ি ফেরা হল না। সাধের মোটরবাইকের জন্যই প্রাণ গেল খেজুরি থানার খামারদহ পঞ্চায়েতে জাহানাবাদ গ্রামের গুরুপদ সাউয়ের (১৮)। এ দিন তাঁর সঙ্গে ছিলেন তাঁরই এক দাদা মহাদেব সাউ (২৩) এবং বন্ধু মুচিরাম সাউ।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গুরুপদ একটি মোটরবাইক কিনেছিলেন। সে জন্যই নাচিন্দা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রবিবার দুপুরে। বিকেলে ফেরার পথে খেজুরির কৃষ্ণনগরে দিঘা-কলকাতা সড়কে দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষে রাস্তার উপরই ছিটকে পড়েন তিন জনে।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তিন জনকেই তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হয় গুরুপদ ও মহাদেব সাউয়ের। মুচিরাম সাউ এখনও সঙ্কটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

গুরুপদর জেঠিমা সরস্বতী সাউ জানান, গুরুপদ ধূলাগড়ে একটি কারখানায় কাজ করেন। ফলাহরণী কালীপুজো উপলক্ষে বাড়ি ফিরেছিল সে। বাড়িেতই পুজো হওয়ার কথা ছিল। কিন্তু সে পুজোয় বাধা পড়ে। সে জন্যই নাচিন্দায় পুজো দিতে গিয়েছিল গুরুপদ। সরস্বতীদেবী বলেন, ‘‘গুরুপদর বাবা বারবার বারণ করেছিলেন নাচিন্দায় যেতে। বলেছিলেন সামনের বছর বাড়িতেই পুজো হবে। শুনল না ছেলেটা।’’

এ দিকে দুর্ঘটনার পরই দিঘা-কলকাতা সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আটকে পড়ে বহু গাড়ি। বিক্ষোভকারীরা লরি চালককে গ্রেফতার করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর বিষয়েও দাবি জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিত আয়ত্তে আনে। দুর্ঘটনার পরই লরিটি ফেলে পালিয়ে যায় চালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement