Lightening

West Midnapore: বজ্রপাতে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু দুই মহিলার

স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মীরানি ডেবরা থানার জালিবান্দা গ্রামের বাসিন্দা। জমি থেকে ফুল তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২২:৪৮
Share:

ফাইল চিত্র।

বাজ পড়ে দুই মহিলার মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে। শালবনী এবং ডেবরা থানা এলাকায় দু’টি ঘটনা ঘটেছে। বজ্রপাতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম লক্ষ্মীরানি সরেন (২৮), আশা সিংহ (৪০)।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মীরানি ডেবরা থানার জালিবান্দা গ্রামের বাসিন্দা। জমি থেকে ফুল তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। স্থানীয়েরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশার বাড়ি শালবনি থানার জারা এলাকায়। তিনিও চাষ করতে মাঠে গিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকেও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা আশাকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement