তার বদলানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট

বিদ্যুৎস্তম্ভে উঠে লো টেনশন তার পরিবর্তনের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন ঠিকাদারি সংস্থার দুই কর্মী। বুধবার সকালে ঝাড়গ্রামের শিবমন্দির মোড় এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

জখম কর্মী। নিজস্ব চিত্র।

বিদ্যুৎস্তম্ভে উঠে লো টেনশন তার পরিবর্তনের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন ঠিকাদারি সংস্থার দুই কর্মী। বুধবার সকালে ঝাড়গ্রামের শিবমন্দির মোড় এলাকার ঘটনা।

Advertisement

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন শিব মন্দির মোড় এলাকায় উড়ালপুল সংলগ্ন লো-টেনশন ওভারহেড তার পরিবর্তন করার কাজ হচ্ছিল। বিদ্যুৎ বন্টন সংস্থার বরাতপ্রাপ্ত একটি ঠিকাদারি সংস্থার কর্মীরা তার বদলানোর কাজ করছিলেন।

এ জন্য নিয়ম মাফিক ঝাড়গ্রাম সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। পাশে বেসরকারি সংস্থার জেনারেটরের তারও ছিল। কাজ চলাকালীন সংস্থাগুলিকে জেনারেটর বন্ধ রাখতে বলেছিল বিদ্যুৎ বন্টন সংস্থা। তা সত্ত্বেও লোডশেডিংয়ের সময় বিভিন্ন দোকানে জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ।

Advertisement

এ দিন সকাল দশটা নাগাদ পোস্টে উঠে বিদ্যুতের তার পরিবর্তন করার সময় পাশে থাকা বেসরকারি সংস্থার জেনারেটর তার ছুঁয়ে ফেলেন বুধুরাম সিংহ নামে বছর কুড়ির এক কর্মী। ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন বুধুরাম। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কার্তিক সিংহ নামে বছর চব্বিশের আরও এক কর্মী। দু’জনেই সংজ্ঞাহীন হয়ে ঝুলতে থাকেন বিদ্যুতের লো টেনশন তারের উপর।

খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মীরা। স্থানীয়দের সাহায্যে দু’জনকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে শিবমন্দির মেড়ের কাছে প্রবল যানজট হয়। বিদ্যুৎ বন্টন সংস্থার ঝাড়গ্রামের ডিভিশনাল ম্যানেজার উজ্জ্বল রায় বলেন, “কাজ চলাকালীন বেসরকারি সংস্থাগুলিকে জেনারেটন বন্ধ রাখতে বলা হয়েছিল। নিয়ম ভাঙার জন্য সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন