স্কুলে ভাঙচুরের নালিশ

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পাঁশকুড়ার মেচগ্রামের একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী বহনের দুটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৭
Share:

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পাঁশকুড়ার মেচগ্রামের একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী বহনের দুটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ঘটনা। ওই স্কুলের পরিচালনায় থাকা স্বেছাসেবী সংস্থার অন্যতম কর্তা হলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন দুপুরে মেচেদা বাসস্ট্যাণ্ডে ওই ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানায় যান মন্ত্রী সৌমেনবাবু। সঙ্গে ছিলেন তাঁর সমর্থকরা। মন্ত্রীর উপস্থিতিতে ওই বেসরকারি স্কুলের গাড়ির দ্বায়িত্বপ্রাপ্ত কর্মী তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

সৌমেনবাবুও বলেন, ‘‘ঘটনায় আমাদের দল থেকে এক বহিষ্কৃত নেতার অনুগামী কয়েকজন জড়িত বলে জানতে পেরেছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছি।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement