Kharagpur Municipality

‘বুধবার দুপুরেই ইস্তফা দেব’! তৃণমূল নেতৃত্বের নির্দেশ পেয়ে বললেন খড়্গপুরের চেয়ারম্যান

সম্প্রতি খড়্গপুর পুরসভায় ১৮ জন তৃণমূল কাউন্সিলর প্রদীপের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বদের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ২৩:৫৬
Share:

খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। নিজস্ব চিত্র।

বুধবারের মধ্যেই ইস্তফা দিতে হবে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে। মঙ্গলবার রাতে ফোন করে প্রদীপকে এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি।

Advertisement

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপকে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। তিনি সোমবার পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু তার পরেও পদত্যাগ না করায় মঙ্গলবার রাতে তাঁকে ফোন করেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর।

ফোন পাওয়ার পরেই প্রদীপ জানিয়ে দিয়েছেন বুধবার দুপুর ২টোর মধ্যেই তিনি ইস্তফা জমা দেবেন খড়্গপুরের মহকুমা শাসকের কাছে। কিন্তু তাঁকে ইস্তফা দেওয়ানোর জন্য অজিতের কেন এত তাড়া, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দু’বারের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ। তিনি বলেন, ‘‘কেন এত তাড়া দিচ্ছেন অজিত তা বুঝতে পারছি না।’’

Advertisement

সেই সঙ্গেই প্রদীপের প্রশ্ন, ‘‘যাঁরা কোনদিনও তৃণমূল করেননি, তাঁদের নিয়ে কেন এত লাফালাফি করছেন জেলা কোঅর্ডিনেটর? এতে দলের কি কোনও লাভ হবে? রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে। আগামিকাল দুপুর ২টোর মধ্যে আমি ইস্তফাপত্র জমা দিয়ে দেব মহকুমা শাসকের কাছে। যে হেতু পুরসভার ফিন্যান্স অফিসার অসুস্থ, সেই কারণে আমি দু’দিন সময় চেয়েছিলাম। কিন্তু সেই সময়টুকু দিল না।’’

সম্প্রতি খড়্গপুর পুরসভায় ১৮ জন তৃণমূল কাউন্সিলর প্রদীপের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বদের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছিলেন। প্রদীপের আক্ষেপ, ‘‘সেই আবেদনে যে কাউন্সিলররা সই করেছেন তাঁদের অনেকেই তৃণমূলের প্রথম থেকে ছিলেন না। আর তাঁদেরই সই করা কাগজের প্রেক্ষিতেই আমাকে ওই পদ ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।’’

অন্য দিকে, তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত বলেন, ‘‘দু’দিন আগেই প্রদীপ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি সময় চেয়ে নিয়েও তা মেনে পদত্যাগপত্র জমা না দেওয়ায় তাঁকে আজ রাতে ফোন করে জানানো হয়েছে, বুধবারের মধ্যেই তিনি যেন ইস্তফা জমা দেন। না হলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, দল অন্য দায়িত্ব দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন