বুনো জন্তুর হামলা, আতঙ্কে কুলটিকরি

বুনো জন্তুর আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে দাসপুরের কুলটিকরি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক ধরেই কোনও অদ্ভুত জন্তু বিকট আওয়াজ করে গ্রামে ঢুকছে। বসত বাড়িতেও ঢুকে পড়ছে। ওই জন্তুর আক্রমণে অনেকে জখম হয়েছেন বলেও জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৩
Share:

কুলটিকরিতে পাহারা গ্রামবাসীর। নিজস্ব চিত্র।

বুনো জন্তুর আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে দাসপুরের কুলটিকরি গ্রামে। স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক ধরেই কোনও অদ্ভুত জন্তু বিকট আওয়াজ করে গ্রামে ঢুকছে। বসত বাড়িতেও ঢুকে পড়ছে। ওই জন্তুর আক্রমণে অনেকে জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। মঙ্গলবার দাসপুর-২ বিডিও বিট্টু ভৌমিক ঘটনাস্থলে যান। তিনি বলেন, “বন দফতরকে বিষয়টি দেখতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আতঙ্ক দূর করতে প্রচার শুরু করেছি। বন দফতরের কর্মীরাও গ্রামে টহল দিতে শুরু করেছেন।” বন দফতরের স্থানীয় বিট অফিসার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও পর্যন্ত জন্তুটি নজরে পড়েনি। তবে পায়ের ছাপ নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা ভাম জাতীয় কোনও প্রাণী হতে পারে।’’

Advertisement

আহত রানি দোলই। নিজস্ব চিত্র।

স্থানীয় বৃদ্ধা রানি দোলই ওই জন্তুর আক্রমণে জখম হয়েছেন। তিনি বলেন, “রবিবার দুপুরে উঠোনে বসেছিলাম। হঠাৎই একটা জন্তু ঝাঁপিয়ে পড়ে, আঁচড়ে, কামড়ে দিয়ে পালিয়ে যায়।” ওই গ্রামের সন্টু দোলই আক্রান্ত হয়েছেন তাঁর সব্জি খেতে। তাঁর হাতে কামড়েছে জন্তুটি। ঘাটাল ও মেদিনীপুরে চিকিৎসা চলছে সন্টুবাবুর। বিট অফিসার আশিস বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘‘আতঙ্কের কিছু নেই। গুজব এড়াতে আমরা মাইকিং করছি। জন্তুটিকে দেখা মাত্রই বন দফতরে খবর দিতে বলা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন