দলছুট হাতি আছড়ে মারল এক মহিলাকে, আহত আরও এক

গ্রাম জুড়ে রাতভর হাতির তাণ্ডব। সেই হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দ্রকোনা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৩:২৮
Share:

গ্রামে ঢুকেছে দলছুট হাতি। নিজস্ব চিত্র।

গ্রাম জুড়ে রাতভর হাতির তাণ্ডব। সেই হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার ঘটনা। মৃত মহিলা সেখানকার আনন্দপুর থানার খড়িগেড়িয়া গ্রামের বাসিন্দা। নাম গীতা ঘোষ (৪৫)।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মাঠে আলুতে জল দেওয়ার সময় ওই দলছুট দাঁতালের সামনে পড়ে যান গীতা। তখন হাতি আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুলছুট দাঁতালের তান্ডব চলে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার রাতে একটি দলছুট দাঁতাল হাতি গড়বেতার নামাশোল হয়ে ঢুকে পড়ে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতে। সেখানে বালা, কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া, কুঁয়াপুর— এই গ্রামগুলিতে সকাল পর্যন্ত তান্ডব চালায় দলছুট হাতিটি। কয়েক বিঘা জমির আলু এবং ধানও খেয়ে নেয়। বাইকও ভাঙচুর করে। তার পর কু্ঁয়াপুর খাল পেরিয়ে আনন্দপুর থানার আসকান্দা হয়ে টুকুরিয়াপাট গ্রামে ঢুকেও তাণ্ডব চালায়। ওই গ্রামের গজানন দাস নামের বছর ৫৫-র এক প্রৌঢ় সামনে পড়ে গেলে তাঁকে আঘাত করে।

বর্তমানে দলছুট হাতিটি আনন্দপুর থানারই বনকাটি হয়ে আমানপুরের দিকে চলে গেছে বলে জানা গিয়েছে। সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তা দেখতেও ভিড় জমিয়েছিলেন উৎসুক মানুষ। এর জেরেই বাধা পেয়ে গ্রাম ছেড়ে বেরতে পারেনি দলছুট ওই হাতিটি। ফলে ক্ষয়ক্ষতির বহর আরও বেড়ে যায় বলে ক্ষোভ স্থানীয়দের। হাতি ঢুকলেও বনদফতরের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন