বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

সরকারী গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পে কাজ করতে গিয়ে এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বোলকুশদা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত গুরুপদ বারিক (২৩) এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আড়িয়াপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ বোলকুশদা গ্রামে গ্রামীণ বিদ্যুদয়নের কাজে ইলেকট্রিক তার টাঙানো ও বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল একটি বেসরকারি সংস্থার মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৪৪
Share:

সরকারী গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পে কাজ করতে গিয়ে এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বোলকুশদা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত গুরুপদ বারিক (২৩) এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আড়িয়াপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ বোলকুশদা গ্রামে গ্রামীণ বিদ্যুদয়নের কাজে ইলেকট্রিক তার টাঙানো ও বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। একটি খুঁটিতে উঠে লাইন সংযোগের কাজ করছিলেন ওই যুবক। অন্যমনস্কতায় হঠাৎ লাইনে বিদ্যুৎ সংযোগ হলে খুঁটিতেই বিদ্যুৎপৃষ্ট হন ওই যুবক। অন্য কর্মীরা গুরুতর অবস্থায় তাঁকে এগরা মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সুত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তে পাঠায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement