প্রাক্তন ব্যাঙ্ক কর্তার বাড়িতে চড়াও হয়ে হুমকির নালিশ

মেদিনীপুর পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান বিদ্যুত্‌বিকাশ ভট্টাচার্যের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বিদ্যুত্‌বাবুর বাড়ি মেদিনীপুর শহরের বিধাননগরে। সোমবার রাত সওয়া ন’টা নাগাদ কয়েকজন যুবক মোটর বাইকে এসে বিদ্যুত্‌বাবুর বাড়ির সামনে চড়াও হয়। তখন অবশ্য প্রাক্তন এই ব্যাঙ্ক কর্তা বাড়িতে ছিলেন না। বাইরে থেকে তারা হুমকি দিয়ে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:০৬
Share:

মেদিনীপুর পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান বিদ্যুত্‌বিকাশ ভট্টাচার্যের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বিদ্যুত্‌বাবুর বাড়ি মেদিনীপুর শহরের বিধাননগরে। সোমবার রাত সওয়া ন’টা নাগাদ কয়েকজন যুবক মোটর বাইকে এসে বিদ্যুত্‌বাবুর বাড়ির সামনে চড়াও হয়। তখন অবশ্য প্রাক্তন এই ব্যাঙ্ক কর্তা বাড়িতে ছিলেন না। বাইরে থেকে তারা হুমকি দিয়ে আসে।

Advertisement

বিদ্যুত্‌বাবুর কথায়, ‘‘ওরা কলিং বেল বাজায়। হুমকি দিয়ে বলে, আমি যেন ব্যাঙ্কের আশপাশে আর না যাই। ব্যাঙ্কের কোনও ব্যাপারে যেন যুক্ত না থাকি।’’ বিদ্যুৎবাবু জানান, জনা পনেরো ছেলে এসেছিল। সবই পুলিশকে জানাচ্ছি।

মাস তিনেক আগে শহরের এই ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচন হয়। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা সমিতির দখল নেয় তৃণমূল। বিরোধীদের অবশ্য অভিযোগ, ভোট লুঠ করে তৃণমূল জিতেছে। সমবায় নির্বাচন কমিশনে এ ব্যাপারে অভিযোগও জানায় তারা। তৃণমূল অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছে। মাস খানেক আগে নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছে। চেয়ারম্যান হয়েছেন সুকুমার পড়্যা। তিনি জেলা তৃণমূলের
সাধারণ সম্পাদক।

Advertisement

সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সোমবার রাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে আসে। মঙ্গলবার সকালে বিদ্যুত্‌বাবুর বাড়ি যান সিপিএমের শহর জোনাল সম্পাদক সারদা চক্রবর্তী। সারদাবাবু বলেন, ‘‘এই ব্যাঙ্কের ভোটে বুথ দখল থেকে ছাপ্পা ভোট, সবই হয়েছে। এ ভাবে বাড়িতে চড়াও হয়ে হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দিতে পারে।’’ অভিযোগ উড়িয়ে ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান সুকুমারবাবুর বক্তব্য, ‘‘এমন ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত থাকতে পারে না। সিপিএম কুত্‌সা-অপপ্রচার করছে।’’

অভিযোগ হলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ। এ দিন বিধাননগর এলাকায় পুলিশ টহলও দেয়।

কৃতী সংবর্ধনা। এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ ও কৃতী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান ও সংবর্ধনা দেওয়া হল মঙ্গলবার। শালবনির কুতুরিয়া ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন