ছাত্রের অপমৃত্যুর প্রতিবাদ

অবরুদ্ধ দিঘা-কলকাতা রাস্তা, দুর্ভোগ বাজকুলে

আবাসিক এক ছাত্রের অপমৃত্যুর প্রতিবাদে টানা আড়াই ঘণ্টা পথ অবরোধ চলল দিঘা-কলকাতা রাজ্য সড়কের বাজকুলে। মঙ্গলবার দুপুরে এই অবরোধের জেরে বাজকুল-এগরা রাস্তা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস-লরি-ট্রেকার-গাড়ি। দিঘাগামী ও দিঘা ফেরত বহু পর্যটকও ভোগান্তিতে পড়েন। অবরোধে আটকে যায় অ্যাম্বুল্যান্সও।

Advertisement

সুব্রত গুহ

বাজকুল শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ০০:৩০
Share:

অবরোধে আটকে গাড়ি।

আবাসিক এক ছাত্রের অপমৃত্যুর প্রতিবাদে টানা আড়াই ঘণ্টা পথ অবরোধ চলল দিঘা-কলকাতা রাজ্য সড়কের বাজকুলে। মঙ্গলবার দুপুরে এই অবরোধের জেরে বাজকুল-এগরা রাস্তা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস-লরি-ট্রেকার-গাড়ি। দিঘাগামী ও দিঘা ফেরত বহু পর্যটকও ভোগান্তিতে পড়েন। অবরোধে আটকে যায় অ্যাম্বুল্যান্সও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের এক শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ওই ছাত্র দিন কয়েক আগে অগ্নিদগ্ধ হয়। মঙ্গলবার ভোরে কলকাতার একটি হাসপাতালে মারা যায় সে। ঘটনার যথাযথ তদন্তের দাবিতে এ দিন দুপুরে একটি সংগঠনের তরফে বাজকুলে পথ অবরোধ শুরু হয়। শুধু অবরোধ নয়, অবরোধকারীরা কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট গাড়িতে বাজকুলে এসেছিলেন, তার জেরেও রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সংগঠন সূত্রে দাবি, এ দিনের অবরোধ কর্মসূচিতে হাজার পাঁচেক মানুষের জমায়েত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিলেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, এসডিপিও ইন্দ্রজিৎ বসু, এগরার এসডিপিও। নগেন্দ্রনাথবাবু জানান, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্রের অপমৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলেও পুলিশ জানিয়েছে।

Advertisement

বাদ গেল না অ্যাম্বুল্যান্সও।

এ দিন বেলা পৌনে তিনটে থেকে সোওয়া পাঁচটা পর্যন্ত চলে অবরোধ। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দিঘা থেকে পরিবহণ দফতরের বাসে কলকাতায় ফিরছিলেন কেষ্টপুরের বাসিন্দা আইটি কর্মী অভিষেক বসু, ব্যারাকপুর চিড়িয়ামোড়ের বাসিন্দা সুপ্রতীক বিশ্বাস, যাদবপুরের হেমন্ত শ্রীবাস্তব, হাওড়ার কাবেরী দাসেরা। দীর্ঘক্ষণ বাসে আটকে থেকে ক্ষোভ উগরে দেন তাঁরা। বলেন, “পুলিশ-প্রশাসন কী করছে? কতক্ষণ আটকে থাকব?”

অসন্তোষে প্রকাশে দ্বিধা করেননি বাজকুলের দোকানদার, ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজনও। সকলেরই বক্তব্য ছিল, ‘এক ছাত্রের অপমৃত্যু অবশ্যই দুঃখজনক। কিন্তু, তার জন্যে এ ভাবে এতক্ষণ রাস্তা আটকে, এত মানুষকে নাকাল করার কী মানে!’

ওই সংগঠনের নেতারা অবশ্য এ দিন পথ অবরোধ করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, আজ বুধবারও সকাল ১১টা থেকে ১২টা রাজ্যজুড়ে প্রতীকী পথ অবরোধ করা হবে।

ছবি: সোহম গুহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন