নিজেরই সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু হল বায়ুসেনার এক জওয়ানের। শনিবার খড়্গপুরের সালুয়ায় আবাসনের ঘর থেকে বীরেন্দ্র সিংহ গিল (৩৬) নামে ওই জওয়ানের দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর কপালে গুলি লেগেছিল। উত্তরপ্রদেশের বাসিন্দা বীরেন্দ্র সালুয়ায় বায়ুসেনার সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘরে সুইসাইড নোটও পেয়েছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ঘটনাস্থলেই মিলেছে ওই জওয়ানের সার্ভিস রিভলভার। তার একটি গুলি খরচ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালুয়ায় বায়ুসেনার আবাসনে একাই থাকতেন বীরেন্দ্র। স্ত্রী-সহ পরিবারের সকলে থাকতেন উত্তরপ্রদেশে। মাস খানেক পরে বাড়ি যাওয়ার কথা ছিল ওই জওয়ানের। তাঁর ঘর থেকে ট্রেনের টিকিটও পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল ৭টা নাগাদ অফিসে যান বীরেন্দ্র। তখনই নিজের সার্ভিস রিভলভার নিয়ে আসেন। তারপর এগারোটা নাগাদ আবাসনে ফেরেন তিনি। কিন্তু দুপুরের পরেও কাজে না যাওয়ায় সহকর্মীরা আবাসনে আসেন। বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় বীরেন্দ্রর সহকর্মীরা জানলা দিয়ে ঘরে উঁকি মারেন। তখনই তাঁরা দেখেন ওই জওয়ানের রক্তাক্ত দেহ মাটিতে পরে রয়েছে। বায়ুসেনার তরফেই খড়্গপুর গ্রামীণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর দেওয়া হয় মৃত জওয়ানের বাড়িতে। রবিবার বিকেলে বীরেন্দ্রর স্ত্রী, বাবা, ভাই-সহ পরিজনেরা সালুয়ায় এসে পৌঁছেছেন। আজ, সোমবার ‘গার্ড অফ অনার’ দিয়ে ওই জওয়ানের দেহ উত্তরপ্রদেশ রওনা করানো হবে। পুলিশের দাবি, মৃতের পরিজনেরা জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে বিমর্ষ ছিলেন বীরেন্দ্র।