কংগ্রেসের ফল ভাল হবে, মত প্রদীপের

মেদিনীপুরে এসে খানকাহ শরিফের পীর সাহেব সৈয়দ শাহ জালাল মুরশেদ আল কাদেরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন দলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিমল রাজ, শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান প্রমুখ। গত ফেব্রুয়ারিতে মেদিনীপুরে উরস উৎসব অনুষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, ওই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রদীপবাবুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০১:১৩
Share:

মেদিনীপুরে এসে খানকাহ শরিফের পীর সাহেব সৈয়দ শাহ জালাল মুরশেদ আল কাদেরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন দলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিমল রাজ, শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান প্রমুখ।

Advertisement

গত ফেব্রুয়ারিতে মেদিনীপুরে উরস উৎসব অনুষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, ওই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রদীপবাবুকে। তবে ব্যস্ততার জন্য তখন তিনি আসতে পারেননি। আমন্ত্রণ রক্ষা করতেই মঙ্গলবার তিনি শহরে আসেন। পীর সাহেবের সঙ্গে দেখা করার পাশাপাশি জোড়া মসজিদে গিয়ে প্রার্থনাও করেন। পরে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে আসেন। দেখা করেন কংগ্রেস কর্মী- সমর্থকদের সঙ্গে। ছিলেন দলের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল প্রমুখ।

এ বারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভাল হবে বলে জানান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অনেক দিন পর আমরা নিজেদের পতাকা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। দলের কথা বলছি। তৃণমূলের জোড়াফুল বহন করা কংগ্রেসের পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। এখন এ রাজ্যে কংগ্রেস স্বাধীন ভাবে কাজ করতে পারছে।” দলের বিশৃঙ্খলা সামাল দিতেই তৃণমূল আসন্ন লোকসভা ভোটে তারকাদের প্রার্থী করেছে বলে মতপ্রকাশ করেন প্রদীপবাবু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন