ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ তুলল খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ। সোমবার বিকেলে খড়্গপুর টাউন থানায় কলেজের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় সাইবার ক্রাইমের রুজু করেছে পুলিশ।
খড়্গপুর কলেজ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে এই কলেজের ওয়েবসাইট খোলা হলে সেখানে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছিল। সেই সঙ্গে ছিল পাকিস্তানকে সমর্থন করার হুমকি বার্তা। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় কলেজে। বিষয়টি খতিয়ে দেখতে ডাকা হয়েছে ওই ওয়েবসাইট ডেভেলপারদের। তাঁরাও বিষয়টি বুঝে উঠতে না পারায় থানায় অভিযোগ জানানো হয়।
এ দিন কলেজের অধ্যক্ষ নির্মলকুমার হাজরা বলেন, “শুক্রবার ওয়েবসাইট হ্যাক হয়েছিল বলে খবর পেয়েছিলাম। সাইট খুলে পাকিস্তানের পতাকা-সহ ওই দেশের সমর্থনে বেশ কিছু বার্তা দেখা যাচ্ছিল। আপাতত ওয়েবসাইটটি লক করা হয়েছে। পুলিশে জানিয়েছি।”
কিন্তু কেন খড়্গপুর কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে হ্যাকাররা বেছে নিয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কলেজের সভাপতি তথা জেলা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “শুনেছি আইআইটি-র ওয়েবসাইট হ্যাক করতে গিয়ে আমাদের কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এটা নিন্দনীয় ঘটনা। বছর কয়েক আগেও ওয়েবসাইট হ্যাক হয়েছিল।’’
প্রশিক্ষণ। জনসংযোগ বাড়াতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল তৃণমূল। রবিবার খড়্গপুর-১ ব্লকের সাঁকোয়া-২ গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়া প্রাথমিক বিদ্যালয়ে বুথ ভিত্তিক প্রশিক্ষণ শিবির হয়। কী ভাবে সহজে মানুষের কাছে পৌঁছনো যাবে তা নিয়ে আলোচনা হয়। এ দিনের প্রশিক্ষণ শিবিরে ওই গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম সদস্য-সহ প্রায় ১৫০ জন সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি নির্মলবাবুর।