কলেজে ক্যাম্পাসিং

সরকারি চাকরির পরীক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার দাঁতন ভট্টর কলেজে হল সেমিনার। শনিবার ক্যাম্পাসিং-ও হয় কলেজের কেরিয়ার কাউন্সেলিং সেল-এর উদ্যোগে। সেমিনারে যোগ দেয় ১৬০ জন ছাত্রছাত্রী।

Advertisement
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৫
Share:

সরকারি চাকরির পরীক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার দাঁতন ভট্টর কলেজে হল সেমিনার। শনিবার ক্যাম্পাসিং-ও হয় কলেজের কেরিয়ার কাউন্সেলিং সেল-এর উদ্যোগে। সেমিনারে যোগ দেয় ১৬০ জন ছাত্রছাত্রী। বক্তব্য রাখেন দাঁতন-১ ব্লকের যুগ্ম বিডিও সমীর অধিকারী, কলেজের অধ্যক্ষ পবিত্র কুমার মিশ্র ও রাজ্যের একটি লব্ধ প্রতিষ্ঠিত কেরিয়ার কোচিং সেন্টারের এক প্রশিক্ষক। শনিবার ক্যাম্পাসিং-এ যোগ দেয় ৪৭ জন ছাত্র ছাত্রী। কলকাতার কর্মী সরবরাহকারী একটি সংস্থা তাদের মধ্যে দু’জনকে কাজের প্রস্তাব দেয়। অধ্যক্ষের দাবি, প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীদের চাকরির পরীক্ষার গুরুত্ব, প্রস্তুতি পদ্ধতি, ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে সাবলীল করতে এই আয়োজন। অন্য দিকে, শনিবার এগরা শহরের আকলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য দন্ত পরীক্ষার ব্যবস্থা করল শহরের একটি সংস্থা। সংস্থার সভাপতি উজ্জয়িনী বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক নিমাইকৃষ্ণ পট্টনায়কের দাবি, এ দিন একশো জন পড়ুয়ার দাঁত পরীক্ষা করা হয়। দেওয়া হয় দাঁত মাজার ব্রাশ, মাজন ও জিভছোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement