গ্রামীণের দায়িত্ব প্রশান্তের হাতে, শহরে প্রদীপই

সিপিএমের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সম্পাদক পদে রদবদল হল। রবিবার ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সম্মেলনে জোনাল সম্পাদক পদে নির্বাচিত হলেন প্রশান্ত দাস। চন্দ্রি এলাকার দাপুটে সিপিএম নেতা তথা দলের আগুইবনি লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক প্রশান্তবাবুর পদোন্নতিতে উচ্ছ্বসিত দলের নিচু তলার কর্মীরা। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে দু’দফায় চোদ্দ মাস জেল খেটেছেন প্রশান্তবাবু। ১৩টি ফৌজদারি মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০১:৪৯
Share:

প্রশান্ত দাস। ফাইল চিত্র।

সিপিএমের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সম্পাদক পদে রদবদল হল। রবিবার ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সম্মেলনে জোনাল সম্পাদক পদে নির্বাচিত হলেন প্রশান্ত দাস। চন্দ্রি এলাকার দাপুটে সিপিএম নেতা তথা দলের আগুইবনি লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক প্রশান্তবাবুর পদোন্নতিতে উচ্ছ্বসিত দলের নিচু তলার কর্মীরা। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে দু’দফায় চোদ্দ মাস জেল খেটেছেন প্রশান্তবাবু। ১৩টি ফৌজদারি মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। যদিও সব ক’টি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাম জমানায় জঙ্গলমহলে সিপিএমের অত্যাচারী নেতার তকমা দিতে গিয়ে তৃণমূলের নেতারা এক সময় প্রশান্তবাবুর নামটিকে কার্যত বিশেষণ বানিয়ে ফেলেছিলেন। দলীয় একটি সূত্রের খবর, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রশান্তবাবুর মতো নেতারাই এখন সিপিএমের ‘পাখির চোখ’।

Advertisement

রবিবার সকালে অরণ্যশহরের বলাকা মঞ্চে দলীয় সম্মেলনের উদ্বোধন করে দীপকবাবু কর্মীদের উদ্দেশে বলেন, “শাসক দলের সীমাহীন অত্যাচার ও মিথ্যাচারের মধ্যেও কর্মীরা দলের প্রতি দায়বদ্ধ থেকেছেন, যা দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।” রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘অত্যাচারিত’ নেতার হাতে দায়িত্ব দিয়ে পরোক্ষে তৃণমূলকেই চাপে রাখার কৌশল নিয়েছে সিপিএম। দলের বিদায়ী জোনাল সম্পাদক রবি সরকার পাঁচ বার সম্পাদক পদে থাকার মেয়াদ পূর্ণ করেছেন। দলের নিয়ম অনুযায়ী, এবার কেউ তিন বারের বেশি দলীয় পদে থাকতে পারবেন না। আগে ছিল ১২ জনের জোনাল কমিটি। এ বার নতুন জোনাল কমিটির সদস্য সংখ্যা ১৬ জন। ১৬ জনের নতুন কমিটিতে রবিবাবু ও প্রশান্তবাবুর মতো ‘পুরনো মুখ’ রয়েছেন ১২ জন। কমিটিতে নতুন অর্ন্তভুক্ত হয়েছেন চার জন সদস্য। নতুন জোনাল সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরে প্রশান্তবাবুর প্রতিক্রিয়া, “অত্যাচারিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাব।” রবিবার সন্ধ্যায় সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল কমিটির সম্মেলনটি অনুষ্ঠিত হয় দলের শহর জোনাল কার্যালয়ে। সম্মেলনের উদ্বোধন করেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন। ঝাড়গ্রাম শহর জোনাল কমিটির সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের জন্য পুনর্নির্বাচিত হন প্রদীপ সরকার। আগে ছিল দশ জনের জোনাল কমিটি। এ বার নতুন কমিটির সদস্য সংখ্যা ১১। পুরনো কমিটির দু’জন সদস্য বাদ গিয়েছেন। তিনজন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন