কমার্স কলেজ

জন্মদিনে সংঘর্ষে সিপি-টিএমসিপি

পতাকা তোলাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়লেন ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। জখম হয়েছেন দু’পক্ষের চারজন। ঘটনাটি মেদিনীপুর কমার্স কলেজের। কলেজের ছাত্র সংসদের ঘরে ভাঙচুরও চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০০:২০
Share:

ছাত্র সংসদের ঘরে তাণ্ডবের চিহ্ন।—নিজস্ব চিত্র।

পতাকা তোলাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়লেন ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। জখম হয়েছেন দু’পক্ষের চারজন। ঘটনাটি মেদিনীপুর কমার্স কলেজের। কলেজের ছাত্র সংসদের ঘরে ভাঙচুরও চলে।

Advertisement

সিপি-টিএমসিপি দুই সংগঠনেরই প্রতিষ্ঠা দিবস ছিল বৃহস্পতিবার। মেদিনীপুর কমার্স কলেজের ছাত্র সংসদ সিপির দখলে রয়েছে। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুলের অভিযোগ, “সংগঠনের কর্মী-সমর্থকরা যখন প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে পতাকা তোলার জন্য জড়ো হয়েছিলেন, তখন আচমকাই টিএমসিপির কিছু কর্মী হামলা করে। আমাদের কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়। ছাত্র সংসদের ঘরেও ভাঙচুর চালায়।” অভিযোগ উড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “সিপির কিছু কর্মীই অতর্কিতে আমাদের কর্মী-সমর্থকদের উপর চড়াও হয় বলে শুনেছি। সিপি মিথ্যে অভিযোগ করছে।” সংঘর্ষের ঘটনার জেরে কলেজ ক্যাম্পাসে উত্তেজনাও ছড়ায়।

ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এ দিন অধ্যক্ষ বিবেকানন্দ দাসমহাপাত্রের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে এসএফআই। সংগঠনের দাবি, বহিরাগতরা ঢুকে কলেজ চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কর্তৃপক্ষের উচিত, ঘটনার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। অধ্যক্ষ বিবেকানন্দবাবু বলেন, “দুপুরে একটা ঘটনা ঘটেছে। সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement