জমি নিয়ে বিরোধ, স্কুলে তালা

ধান জমির মালিকানা নিয়ে জটে বুধবার হলদিয়ার ভবানীপুর থানার ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুলে তালা ঝোলাল স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের কয়েক জন সদস্য। খবর পেয়ে এ দিন দুপুরে পুলিশ স্কুলের মেন গেটের তালা খোলে। স্কুল কর্তৃপক্ষ এবং জমিদাতা পরিবারের সদস্যদের জমির কাগজপত্র নিয়ে বিকালের মধ্যে থানায় দেখা করার কথাও বলে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০১:০১
Share:

ধান জমির মালিকানা নিয়ে জটে বুধবার হলদিয়ার ভবানীপুর থানার ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুলে তালা ঝোলাল স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের কয়েক জন সদস্য। খবর পেয়ে এ দিন দুপুরে পুলিশ স্কুলের মেন গেটের তালা খোলে। স্কুল কর্তৃপক্ষ এবং জমিদাতা পরিবারের সদস্যদের জমির কাগজপত্র নিয়ে বিকালের মধ্যে থানায় দেখা করার কথাও বলে পুলিশ।

Advertisement

জমিদাতা পরিবারের সদস্যদের অভিযোগ, এ দিন দুপুরে কয়েক জন শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যেরা তাঁদের জমির কাটা ধান তুলে স্কুলে নিয়ে চলে যায়। স্কুল কর্তৃপক্ষের যুক্তি, ওই জমি তাঁদের। ধানও স্কুলের পক্ষ থেকে লাগানো হয়েছিল। তাই ধান কেটে স্কুলে আনা হয়েছে। ভিত্তিহীন দাবি তুলে জমিদাতা পরিবারের কয়েক জন সদস্য স্কুলে তালা লাগায় বলেও তাঁদের অভিযোগ। বিষয়টি পুলিশ প্রশাসনকে লিখিত ভাবে জানানো হবে, বলছেন পরিচালন সমিতির সদস্যেরা।

জমিদাতা পরিবারের সদস্য অমিয়কুমার মাজি, নদিয়ানন্দন মাজিরা বলেন, “স্কুল ভবন দাদুর দান করা জায়গায় রয়েছে। তা ছাড়াও স্কুলের অনুমতি পেতে সুবিধের জন্য দাদু ৩২ ডেসিমেল জলা জমি স্কুলের নামে দান করেছিলেন। অনুমতি মেলার পরে স্কুলের পক্ষ থেকে দান করা ওই ৩২ ডেসিমেল জমি দাদুকে ফেরত দেওয়া হয়েছিল। দু’টি দলিলই আমাদের কাছে আছে।” তাঁরা বরাবরই ওই জমিতে চাষ আবাদ করেন বলে দাবি করেছেন। প্রধান শিক্ষক অমিতাভ নন্দ থেকে শুরু করে পরিচালন সমিতির সভাপতি শেখ আমিরুল ইসলাম, সম্পাদক স্বপন উত্থাসিনিরা সেই দাবি উড়িয়ে পাল্টা দাবি করেন, ওই জমি স্কুল অনেক আগেই তাঁদের কাছ থেকে কিনে নিয়েছিল। এত দিন জমিটিও স্কুলের দখলে ছিল। দাবি, পাল্টা দাবির মধ্যে সত্যিটা কী, তা জানতে উদ্যোগী হয়েছে পুলিশ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন