হলদিয়া পুরসভা

তমালিকার পদে এলেন তাপসী, চিঠি সিপিএমের

সিপিএম কাউন্সিলর তাপসী মণ্ডলকে হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রী মনোনীত করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, হলদিয়ার মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের কনভেনর তথা সিপিএমের জেলা সম্পাদক কানু সাহু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০০:১০
Share:

সিপিএম কাউন্সিলর তাপসী মণ্ডলকে হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রী মনোনীত করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, হলদিয়ার মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের কনভেনর তথা সিপিএমের জেলা সম্পাদক কানু সাহু।

Advertisement

শুক্রবার ওই চিঠি হাতে পেয়েছেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল। বর্তমানে এই পুরসভার বিরোধী দলনেত্রী রয়েছেন সিপিএম থেকে বহিষ্কৃত তথা ভারত নির্মাণ মঞ্চের নেতা লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডাশেঠ। মাস চারেক আগে তমালিকাদেবী লক্ষ্মণবাবুদের সঙ্গে সিপিএম ছেড়ে ভারত নির্মাণ মঞ্চ গড়েন। তার অব্যবহিত পরেই সিপিএম নেতৃত্ব তাঁকে দল থেকে বহিষ্কার করে। এরপরও অবশ্য তমালিকাদেবী এত দিন পুরসভার বিরোধী দলনেত্রী হিসেবে খাতায় কলমে থেকে গিয়েছিলেন।

দেবপ্রসাদ মণ্ডল বলেন, “বামফ্রন্টের জেলা কনভেনর এ বিষয়ে জেলাশাসকের কাছে চিঠি দিয়েছেন। এ দিন সেই চিঠির কপি আমার কাছে এসেছে। জেলাশাসকের থেকে এ বিষয়ে নির্দেশিকা এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।” জেলাশাসক অন্তরা আচার্য অবশ্য বলেছেন, “এ রকম চিঠি নজরে আসেনি। খোঁজ নিয়ে দেখব।” হলদিয়ার মহকুমাশাসক শঙ্কর নষ্কর অবশ্য এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। জেলা বামফ্রন্টের কনভেনর কানু সাহু বলেন, “তাপসী মণ্ডলকে হলদিয়া পুরসভার বিরোধী দলনেত্রী করার বিষয়ে দল সিদ্ধান্ত নিয়েছে। তাই এ বিষয়ে চিঠি দিয়েছি।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানাও মানছেন সে কথা।

Advertisement

গত পুর-নির্বাচনে হলদিয়া পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে ১৫টি আসনে বামেরা জয়ী হয়ে বোর্ড গঠন করে। বাকি ১১টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল। হলদিয়ে পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন সিপিএমের তমালিকা পণ্ডাশেঠ। পরবর্তী সময়ে বামেদের সাত কাউন্সিলর তৃণমুলে চলে যান। অনাস্থায় অপসারিত হন তমালিকাদেবী। চেয়ারম্যান হন দেবপ্রসাদ মণ্ডল। আর বিরোধী দলনেত্রী হন তমালিকাদেবী। এ বার সেই পদে আসছেন তাপসী মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন