নতুন নাম তোলায় রাজ্যে সেরা পূর্ব

ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তিতে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের নাম তোলার ক্ষেত্রে সাফল্যে রাজ্য স্তরে প্রথম পুরস্কার পেল পূর্ব মেদিনীপুর জেলা। রবিবার জাতীয় ভোটার দিবস পালনের অনুষ্ঠান পালন উপলক্ষে তমলুকে জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০০:২০
Share:

ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তিতে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের নাম তোলার ক্ষেত্রে সাফল্যে রাজ্য স্তরে প্রথম পুরস্কার পেল পূর্ব মেদিনীপুর জেলা। রবিবার জাতীয় ভোটার দিবস পালনের অনুষ্ঠান পালন উপলক্ষে তমলুকে জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। রবিবার নির্বাচন কমিশনের তরফে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন তিনি। অন্তরাদেবীর কথায়, “১৮ থেকে ১৯ বছরের মধ্যে বয়সের সবথেকে বেশি ভোটার নথিভুক্ত করার ক্ষেত্রে আমাদের জেলা রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ করায় নির্বাচন কমিশনের তরফে এই পুরস্কার দেওয়া হয়েছে।”

Advertisement

জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে রবিবার তমলুকে জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার মোট ২৯ জন নতুন ভোটারের হাতে আনুষ্ঠানিকভাবে সচিত্র পরিচয়পত্র তুলে দেন অন্তরাদেবী। তিনি জানান, জেলায় মোট ভোটারের প্রায় ৩.৫৫ শতাংশ ১৮ থেকে ১৯ বছরের মধ্যে বয়সের। ভোটার তালিকায় নাম তোলায় সাফল্যের জন্য জেলার মধ্যে হলদিয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা হলদিয়ার মহকুমাশাসক শঙ্কর নস্কর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা হলদিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট পার্থ ভৌমিককে শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও নির্বাচক নিবন্ধকরণের কাজে সাফল্যের জন্য জেলার ৪৮ জন বুথ লেভেল অফিসারকে শংসাপত্র ও ট্রফি দেওয়া হয়।

জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে গত এক বছরে জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১ লক্ষ ২১ হাজার। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় ভোটার ছিল ৩৪ লক্ষ ৮৫ হাজার ৩১১ জন। এ বছর ৫ জানুয়ারি প্রকাশিত তালিকায় সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহিলা ভোটারের হার বৃদ্ধি। জেলায় ২০১৩ সালে জেলার এক হাজার পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার সংখ্যা ছিল ৯০৬ জন। ২০১৪ সালে সংখ্যাটা বেড়ে প্রতি হাজার পুরুষে মহিলা ভোটার হয় ৯১৮ জন। আর এ বছর সংখ্যাটা দাঁড়িয়েছে হাজার জন পুরুষে ৯২০ জন। তবুও এই হারটা পশ্চিম মেদিনীপুরের তুলনায় অনেকটাই কম। জেলা নির্বাচন দফতরের এক আধিকারিক অবশ্য বলেন, “গত কয়েক বছর ধরে জেলায় মহিলা ভোটার বৃদ্ধির হার বাড়ছে। এক্ষেত্রে খামতির দিকগুলি চিহ্নিত করে মহিলা ভোটার বৃদ্ধির হার আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

Advertisement

এ দিন অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ মৈত্র, জেলা নির্বাচন দফতররের ভারপ্রাপ্ত আধিকারিক চয়ন সাহা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের বিরোধী দল সিপিএমের জেলা সম্পাদক প্রশান্ত প্রধান, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, ফরোয়ারর্ড ব্লক জেলা সম্পাদক গোপাল মাইতি, কংগ্রেসের জেলা সম্পাদক মৃণাল পাল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন