নয়াগ্রামের ২৭ বিজেপি কর্মীর জামিন

ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনের মামলায় জেলবন্দি নয়াগ্রাম ব্লকের ২৯ জন বিজেপি নেতা-কর্মীর মধ্যে ২৭ জন শর্তাধীন জামিনে ছাড়া পেলেন। সোমবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতের বিচারক টি কে প্রধান ২৭ জনের শর্তাধীন জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় ঝাড়গ্রাম উপ সংশোধনাগার থেকে ছাড়া পান তাঁরা। অভিযুক্তদের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১
Share:

ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনের মামলায় জেলবন্দি নয়াগ্রাম ব্লকের ২৯ জন বিজেপি নেতা-কর্মীর মধ্যে ২৭ জন শর্তাধীন জামিনে ছাড়া পেলেন। সোমবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতের বিচারক টি কে প্রধান ২৭ জনের শর্তাধীন জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় ঝাড়গ্রাম উপ সংশোধনাগার থেকে ছাড়া পান তাঁরা। অভিযুক্তদের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ।

Advertisement

গত ১৮ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম ব্লকের ২৯ জন বিজেপি নেতা-কর্মীকে ডাকাতির চেষ্টা ও বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে নয়াগ্রাম থানার পুলিশ সুয়োমোটো মামলা রুজু করে গ্রেফতার করেছিল। ধৃতদের অন্যতম বিজেপি-র নয়াগ্রাম ব্লক সভাপতি অর্ধেন্দু পাত্র ও তাঁর ভাই সুখেন্দু পাত্র-র বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগ থাকায় এ দিন অবশ্য তাঁদের জামিন মঞ্জুর হয়নি।

অভিযুক্তপক্ষের আইনজীবী তপন সিংহ জানান, মামলার কেস ডায়েরিতে তদন্তের অগ্রগতির স্বপক্ষে উপযুক্ত নথি পুলিশ দাখিল করতে পারে নি। সেই কারণে ২৯ জনের মধ্যে ২৭ জনের জামিন মঞ্জুর করেছেন বিচারক। অস্ত্র রাখার অভিযুক্ত দু’জন অভিযুক্তের জামিন হয় নি। তপনবাবুর বক্তব্য, “ঘটনাটি সাজানো বলেই মামলার কেস ডায়েরিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত কোনও তথ্যই আদালতে দাখিল করতে পারে নি পুলিশ।”

Advertisement

বিজেপি-র রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার বলেন, “তৃণমূলের মারধরে জখম এক দলীয় কর্মীকে দেখতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের দলীয় কর্মীদের সাজানো মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। জঙ্গলমহল জুড়ে এ ভাবেই পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করছে। অভিযুক্তরা জামিন পাওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেল।” পুলিশ অবশ্য বিজেপি নেতা-কর্মীর শর্তাধীন জামিন প্রসঙ্গে কুলুপ এঁটেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন