প্রকৃতি পর্যটন কেন্দ্রে ফের চালু স্পট বুকিং ব্যবস্থা

ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে এবার পাকাপাকি ভাবে স্পট বুকিংয়ের ব্যবস্থা চালু করল রাজ্য বন উন্নয়ন নিগম। সোমবার থেকে চালু হওয়া এই ব্যবস্থার ফলে এখন থেকে ঝাড়গ্রামের বাঁদরভুলায় এই কেন্দ্রে গেলে ঘর ফাঁকা থাকলে সঙ্গে সঙ্গে তা পাওয়া যাবে। অগ্রিম বুকিংও করা যাবে। তবে যে কোনও বুকিংয়ের ক্ষেত্রে ভাড়া বাবদ সমস্ত টাকা আগাম মেটাতে হবে।

Advertisement

কিংশুক গুপ্ত

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০০:১৯
Share:

রিসর্টে চলছে বুকিং। ছবি: দেবরাজ ঘোষ।

ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে এবার পাকাপাকি ভাবে স্পট বুকিংয়ের ব্যবস্থা চালু করল রাজ্য বন উন্নয়ন নিগম। সোমবার থেকে চালু হওয়া এই ব্যবস্থার ফলে এখন থেকে ঝাড়গ্রামের বাঁদরভুলায় এই কেন্দ্রে গেলে ঘর ফাঁকা থাকলে সঙ্গে সঙ্গে তা পাওয়া যাবে। অগ্রিম বুকিংও করা যাবে। তবে যে কোনও বুকিংয়ের ক্ষেত্রে ভাড়া বাবদ সমস্ত টাকা আগাম মেটাতে হবে। বন উন্নয়ন নিগমের ডিভিশনাল ম্যানেজার (মেদিনীপুর) অংশুমান মুখোপাধ্যায় বলেন, “কিছু সমস্যার জন্য ঝাড়গ্রামে স্পট বুকিং সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। সোমবার থেকে পাকাপাকি ভাবে স্পট বুকিং শুরু হয়েছে। শীঘ্রই ওখানে এক জন স্থায়ী কর্মী দেওয়া হবে।”

Advertisement

ঝাড়গ্রামের এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের রিসর্টটি রাজ্য বন উন্নয়ন নিগমের ওয়েব সাইটে অন লাইনের মাধ্যমে আগাম বুকিং করা যায়। এ ছাড়া বন উন্নয়ন নিগমের কলকাতা, মেদিনীপুর ও খড়্গপুরের অফিসগুলি থেকেও টাকা দিয়ে আগাম বুকিং করা যায়। আগে দফতরের দায়িত্বপ্রাপ্ত যে কর্মী ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্রে থাকতেন, তিনি নিজের উদ্যোগে স্পট বুকিং করে দিতেন। কিন্তু সব দিন বিভাগীয় কর্মী থাকতেন না বলে সব সময় স্পট বুকিংয়ের সুযোগ মিলত না। কারণ প্রকৃতি পর্যটন কেন্দ্রের সমস্ত বুকিং হয় অন লাইনে। এত দিন প্রকৃতি পর্যটন কেন্দ্রের রিসেপশনে নিজস্ব কম্পিউটার ও মোডেম ছিল না। অবশেষে কয়েক দিন আগে কেন্দ্রের রিসেপশনে কম্পিউটার ও অন লাইন ব্যবস্থা চালু হয়েছে। রিসেপশনের ভারপ্রাপ্ত অস্থায়ী কর্মীরাই এখন অন লাইনে অগ্রিম ও স্পট বুকিং করে দেবেন। বুকিংয়ের দেখভাল করার জন্য বন উন্নয়ন নিগমের ইকো ট্যুরিজম ম্যানেজার (দক্ষিণ) সুমন করকে দিন পাঁচেকের জন্য ঝাড়গ্রামে পাঠানো হয়েছে।

বন উন্নয়ন নিগম সূ্ত্রে জানা গিয়েছে, বিভাগীয় কিছু সমস্যার কারণে গত জুলাই ও অগস্টে স্পট বুকিং বন্ধ ছিল। অগস্টের শেষ সপ্তাহে ফের অস্থায়ী স্পট বুকিং চালু হয়। কিন্তু কেন্দ্রের ভারপ্রাপ্ত বিট অফিসার বদলি হয়ে যাওয়ায় অক্টোবরের শেষ সপ্তাহ থেকে স্পট বুকিং আবার বন্ধ হয়ে যায়। এ দিকে শীতের মরসুমে স্পট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন পর্যটকেরা। কারণ, বন উন্নয়ন নিগমের কোনও অফিস ঝাড়গ্রামে নেই। হঠাৎ করে ঝাড়গ্রামে বেড়াতে আসা ভ্রমণার্থীরা পড়েন সমস্যায়। এত দিন এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি বন উন্নয়ন নিগমের সাউথ ডিভিশনের অর্ন্তভুক্ত ছিল। সাউথ ডিভিশনের অধীনে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা থাকায় ঝাড়গ্রামে কেন্দ্রটি পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছিল। ১ নভেম্বর থেকে এই পর্যটন কেন্দ্রটি দেখভালের দায়িত্ব পেয়েছে বন উন্নয়ন নিগমের মেদিনীপুর ডিভিশন।

Advertisement

ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে বাঁদরভুলা জঙ্গলে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি গত বছর ২৫ সেপ্টেম্বর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলের মধ্যে তিনটি কটেজে রয়েছে ৬ টি বিলাসবহুল ঘর। প্রতি ঘরে দু’জন করে মোট ১২ জনের থাকার ব্যবস্থা রয়েছে। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “জঙ্গলের মাঝে রাত্রিযাপনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ঝাড়গ্রামের এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি। এই কেন্দ্রের আকর্ষণেও পর্যটকরা ঝাড়গ্রামে আসছেন। আমরা কেন্দ্রটির মানোন্নয়নে আরও উদ্যোগী হচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন