পুলিশের হাতে পাকড়াও দুষ্কৃতী

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া পাঁচ জন দৃষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে দু’রাউন্ড কার্তুজ-সহ একটি রিভলভার, তালা ভাঙার আধুনিক যন্ত্র, তিনটি ভোজালি, আটটি তাজা বোমা, লোহার রড-সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:১৩
Share:

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া পাঁচ জন দৃষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে দু’রাউন্ড কার্তুজ-সহ একটি রিভলভার, তালা ভাঙার আধুনিক যন্ত্র, তিনটি ভোজালি, আটটি তাজা বোমা, লোহার রড-সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার রাতে খড়ার পুর এলাকায় একটি পার্কের সামনে ফাঁকা মাঠে জড়ো হয় একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ তাঁদের পাকড়াও করে। ধৃতদের নাম শেখ হাবিবুর রহমান, মফিদুর খান, কুরবান খান, মিঠু শা ও শেখ খোকন। হাবিবুরের বাড়ি গড়বেতার ডাঙরপাড়ায়। বাকি চার জনের বাড়ি চন্দ্রকোনার কৃষ্ণপুরে। রবিবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক শেখ খোকনকে সাত দিনের পুলিশি হেফাজত ও বাকিদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে গড়বেতা ও চন্দ্রকোনা থেকে একটি গাড়ি করে এসে খড়ার শহরে পার্কের সামনে জড়ো হয় দুষ্কৃতীরা। ডাকাতি করে ওই গাড়িতেই উঠে তাঁরা পালানোর ছক কষেছিল। গাড়িটি পার্ক থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। পুলিশ আসছে দেখেই চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে, শনিবার রাতে শহরের একাধিক সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, এ দিন রাত দেড়টা নাগাদ পার্ক সংলগ্ন ফাঁকা মাঠে টর্চ লাইটের আলো দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ আসছে দেখে দুষ্কৃতীরা বোমাও ছোঁড়ে বলে অভিযোগ। তারপরই পুলিশ গোটা দলটিকে ঘিরে ফেলে। ধৃতদের জেরা করে পুলিশ দলের বাকি তিন জন ও গাড়িটিরও সন্ধান শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নামে আগেও একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ রয়েছে। ধৃতদের জেরা করে আগে একাধিক বাড়িতে ডাকাতি হওয়া সোনার গয়না এবং অন্য সামগ্রীরও হদিস মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন