মিড ডে মিলের চাল অন্যত্র সরানো হয়েছে, এই অভিযোগে সোমবার সকালে শালবনির কর্ণগড়ের শিশু শিক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান একাংশ গ্রামবাসী। কেন্দ্রের মুখ্য সহায়িকার কাছে কৈফিয়ত তলব করা হয়। এর জেরে পঠনপাঠন ব্যাহত হয়। খবর পেয়ে যান জেলা পরিষদ সদস্যা উষা কুণ্ডু। শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছিলাম। তদন্ত হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।’’