ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ

ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম কার্ডের গোপন পিন নম্বর জেনে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার এই ঘটনার বিষয়ে ওই ব্যক্তি ময়না থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “ওই ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:২২
Share:

ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম কার্ডের গোপন পিন নম্বর জেনে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার এই ঘটনার বিষয়ে ওই ব্যক্তি ময়না থানায় অভিযোগ দায়ের করেছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “ওই ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”

Advertisement

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ময়না থানার আনন্দপুর গ্রামের বাসিন্দা দেবব্রত আদক পেশায় গৃহশিক্ষক। ময়নার গড়সাফার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় গত কয়েক বছর ধরে দেবব্রতবাবুর একটি আকাউন্ট রয়েছে। দেবব্রতবাবু জানান, গত ১৯ সেপ্টেম্বর ময়নায় ব্যাঙ্কের শাখায় তিনি অ্যাকাউন্টের বিষয়ে কিছু নথিপত্র জমা দিয়েছিলেন। পরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টা নাগাদ একজন তাঁর মোবাইলে ফোন করে নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে দেবব্রতবাবুর এটিএম কার্ডের পিন নম্বর দিতে বলে। দেবব্রতবাবুর অভিযোগ, “ নতুন পিন নম্বর দেবে বলায় আমি কার্ডের গোপন পিন নম্বর বলি। এরপর থেকে আমার মোবাইলে পরপর কয়েকটি মেসেজ আসে। জানতে পারি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।” গত বুধবার বুধবার ময়নায় ব্যাঙ্কের শাখায় গিয়ে দেবব্রতবাবু জানতে পারেম, গত কয়েকদিনে বিভিন্ন সময়ে প্রায় দেড় লক্ষ টাকা তোলা হয়েছে। ব্যাঙ্কের আধিকারিকের কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে কর্তৃপক্ষ তাঁকে জানায়, কেউ ভুয়ো পরিচয় দিয়ে গোপন পিন নম্বর জেনে নিয়ে প্রতারণা করেছে।

দেবব্রতবাবু এই ঘটনার বিষয়ে বুধবারই ময়না থানায় অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের এটিএম কার্ডের গোপন পিন নম্বর জেনে নিয়ে তা ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের বেশ কিছু ঘটনা নজরে এসেছে। তারপরই কোনভাবেই যাতে ওই নম্বর কাউকে না জানানো হয় সে বিষয়ে গ্রাহকদের বারবার সাবধান করা হয়েছে। তা সত্ত্বেও সচেতন না হওয়ার মাসুল দিতে হচ্ছে অনেককেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন