রেলশহরে নয়া ফুটপাথ

রেলশহরের কোনও সড়কেই ফুটপাথ ছিল না এত দিন। রাস্তায় নেমে যানবাহনের সঙ্গে পথ চলাই ছিল দস্তুর। এ বার কাউন্সিলরের উদ্যোগে ফুটপাথ তৈরি হল মালঞ্চ এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় মালঞ্চ রোডের ১৭ নম্বর ওয়ার্ডে ওই ফুটপাথের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০১:২৬
Share:

খড়্গপুরে নতুন ফুটপাথে সৌমেন মহাপাত্র

রেলশহরের কোনও সড়কেই ফুটপাথ ছিল না এত দিন। রাস্তায় নেমে যানবাহনের সঙ্গে পথ চলাই ছিল দস্তুর। এ বার কাউন্সিলরের উদ্যোগে ফুটপাথ তৈরি হল মালঞ্চ এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় মালঞ্চ রোডের ১৭ নম্বর ওয়ার্ডে ওই ফুটপাথের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। ছিলেন জেলা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের পরিষদীয় দলনেতা অজিত মাইতি, পুরপ্রধান প্রদীপ সরকার, স্থানীয় কাউন্সিলর দেবাশিস চৌধুরী। শহরের একটা বড় অংশ জুড়ে রয়েছে রেলের এলাকা। ১৮৯৮ সালে রেল কারখানা গড়ে ওঠার পরে শহর বেড়ে উঠলেও রেল এলাকার কোনও সড়কে ফুটপাথ তৈরি হয়নি। পূর্ত দফতরের অধীনে থাকা ইন্দার ওটি রোড, খরিদা-মালঞ্চ রোড, ঝাপেটাপুর সড়কেও এতদিন কোনও ফুটপাথ ছিলনা। মালঞ্চ রোডে এক সময়ে ফুটপাথের জমি থাকলেও তা জবরদখল হয়ে গিয়েছিল। সম্প্রতি সেই জবরদখল হঠিয়ে ফুটপাথ গড়তে উদ্যোগী হন স্থানীয় কাউন্সিলর। ১৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ৩০০মিটার ফুটপাথ। সোমবার, মহালয়ার সন্ধ্যায় খড়্গপুর শহরে একগুচ্ছ নতুন আলোরও উদ্বোধন হয়েছে। ৪০টি আলোকস্তম্ভ বসেছে খড়্গপুর শহর জুড়ে। খড়্গপুর শহরে নানা ধরনের অপরাধ লেগেই রয়েছে। পুলিশেরও অভিজ্ঞতা, অন্ধকার এলাকাতেই বেশি দুষ্কর্ম হয়। পুজোর মুখে শহর আলোকিত হওয়ায় পুলিশ ও শহরবাসী দুইয়েরই সুবিধা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন