লক্ষ্য পুরভোট, কর্মীদের নিয়ে বৈঠক মানসের

পুরসভা ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। রবিবার ঘাটাল শহরে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া মহকুমার পাঁচটি পুরসভার দলীয় নেতৃত্ব-সহ ব্লক ও অন্য নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন। সেখানে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, সহ-সভাপতি জগন্নাথ গোস্বামী-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ০০:২৭
Share:

ঘাটালের বৈঠকে মানস ভুঁইয়া।—নিজস্ব চিত্র।

পুরসভা ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। রবিবার ঘাটাল শহরে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া মহকুমার পাঁচটি পুরসভার দলীয় নেতৃত্ব-সহ ব্লক ও অন্য নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন। সেখানে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, সহ-সভাপতি জগন্নাথ গোস্বামী-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বেরা।

Advertisement

মানসবাবু বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, “পুরভোটে ঘাটাল মহকুমা রাজ্যের সব দলেরই পাখির চোখ। কেননা, ঘাটালেই রয়েছে পাঁচটি পুর এলাকা।” মানসবাবুর কথায়, যাতে সকলে মিলে এখন থেকেই সব পুর এলাকায় শক্তি বাড়িয়ে কংগ্রেস ভোটের ময়দানে নামতে পারে, সেই লক্ষ্যে ইতিমধ্যেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন। চলতি মাস থেকেই কংগ্রেস প্রতি পুরসভায় ওয়ার্ড কমিটি এবং পুর শহর কমিটি সংযোজন বিয়োজনের মাধ্যমে ঢেলে সাজিয়ে প্রচার শুরু করবে। প্রচারের বিষয় কী হবে? মানস ভুঁইয়া বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের নানা জনবিরোধী কাজ এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নানা অনৈতিক কাজে রাজ্যে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সেটাই দলের প্রচারের অন্যতম প্রধান বিষয়।”

বরাবরই ঘাটাল কংগ্রেসের শক্তঘাঁটি। বাম জমানাতেও ঘাটালে কংগ্রেস ‘গড়’ অটুট রেখেছিল। সম্প্রতি বহু কংগ্রেস কর্মী দল বদলে তৃণমূলে যোগ দেন। স্বাভাবিক ভাবেই লোকবল হারিয়ে ‘আতান্তরে’ পড়ে কংগ্রেস শিবির। কংগ্রেস সূত্রের খবর, সেই প্রবণতায় রাশ টানতে মহকুমা নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। দলের কর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের পাশাপাশি মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। দল ছেড়ে যাওয়া স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিদেরও কংগ্রেসে ফেরাতে উদ্যোগী হতে বলছেন নেতারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন