শিশু ধর্ষণে পাঁচ বছরের কারাদণ্ড

স্কুলের শৌচালয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (সেকেন্ড কোর্ট) শ্যামসুন্দর রজক এই সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী তপন মাইতি জানান, ২০১০ সালের ৯ মার্চ ভগবানপুর থানা এলাকার একটি বিদ্যালয়ের ছ’বছরের এক ছাত্রী স্কুলের শৌচালয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০০:৪৭
Share:

স্কুলের শৌচালয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (সেকেন্ড কোর্ট) শ্যামসুন্দর রজক এই সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী তপন মাইতি জানান, ২০১০ সালের ৯ মার্চ ভগবানপুর থানা এলাকার একটি বিদ্যালয়ের ছ’বছরের এক ছাত্রী স্কুলের শৌচালয়ে যায়। শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। সেই সুযোগে প্রতাপ দোলুই নামে এক ব্যক্তি শৌচালয়ে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে পালায়। এরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বাড়ির লোকেরা এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বালিকার পরিবারের পক্ষ থেকে প্রতাপের বিরুদ্ধে ভগবানপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement