স্কুলের মাঠে পুজোর দাবিতে বিক্ষোভ

দুর্গাপুজো না কাটতেই শ্যামাপুজোর অনুমতি না দেওয়ায় স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল পুজো কমিটি। সোমবার খড়্গপুর-২ ব্লকের কালিয়ারা গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরে তেলিপুকুর হাইস্কুলের ঘটনা। দীর্ঘক্ষণ ধরে অবস্থান চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৯
Share:

দুর্গাপুজো না কাটতেই শ্যামাপুজোর অনুমতি না দেওয়ায় স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল পুজো কমিটি। সোমবার খড়্গপুর-২ ব্লকের কালিয়ারা গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরে তেলিপুকুর হাইস্কুলের ঘটনা। দীর্ঘক্ষণ ধরে অবস্থান চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

Advertisement

এ দিন দীর্ঘক্ষণ অবরোধের জেরে স্কুলেই আটকে পড়েন স্কুলের শিক্ষকরা। পরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হস্তক্ষেপে বিক্ষোভ অবস্থান ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের ময়দানে কালীপুজোর অনুমতির দাবি জানিয়েছিল সুলতানপুর সর্বজনীন শ্যামাপুজো কমিটি। আগের দু’ বছর স্কুল মাঠেই হয়েছিল। পুজো। কিন্তু এ বার স্কুল পরিচালন সমিতির থেকে মাঠে পুজো করার অনুমতি না পেয়ে চটে যান পুজোর কমর্কর্তারা। কয়েকজন গ্রামের বাসিন্দাকে নিয়ে স্কুলে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দা দেবু চৌধুরী বলেন, “গত বছর এই স্কুল ময়দানেই পুজো হয়েছিল। এ বার পরিচালন সমিতির সম্পাদক পুজো বন্ধ করার চক্রান্ত চালাচ্ছে।”

তবে স্কুল পরিচালন সমিতির সম্পাদক পথিককুমার অট্ট অবশ্য এ দিন ঘটনাস্থলে আসেননি। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত বছর আবহাওয়া খারাপ থাকায় এক বছরের জন্য কালীপুজোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ময়দানে মেলা বসিয়েছিল পুজো কমিটি। স্কুল খোলার পরও তা চলছিল। তাই এ বার পরিচালন সমিতির বৈঠকে পুজোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীকান্তকুমার মিশ্র বলেন, “পরিচালন সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই পুজোর

Advertisement

অনুমতি দেওয়া হয়নি। তবে এই বিক্ষোভের পর আগামী ৫ অক্টোবর পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। সেখানে পুজোর কর্মকর্তারাও থাকবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন