রিপোর্ট অমিত শাহকে

সংগঠন বৃদ্ধিতে বাধা পুলিশই

পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। তার ফলেই পশ্চিম মেদিনীপুরের সর্বত্র সে ভাবে সংগঠন বাড়ানো যাচ্ছে না! বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এই মর্মেই রিপোর্ট দিলেন দলের জেলা নেতৃত্ব। মঙ্গলবার বর্ধমানে এসেছিলেন অমিত শাহ। তিনি প্রকাশ্য সমাবেশে যোগ দেন। সমাবেশের আগে-পরে রাজ্য ও জেলা নেতাদের নিয়ে রুদ্ধদ্ধার বৈঠকও করেন। প্রশ্নোত্তরপর্ব চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৫ ০০:০৮
Share:

পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। তার ফলেই পশ্চিম মেদিনীপুরের সর্বত্র সে ভাবে সংগঠন বাড়ানো যাচ্ছে না!

Advertisement

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এই মর্মেই রিপোর্ট দিলেন দলের জেলা নেতৃত্ব। মঙ্গলবার বর্ধমানে এসেছিলেন অমিত শাহ। তিনি প্রকাশ্য সমাবেশে যোগ দেন। সমাবেশের আগে-পরে রাজ্য ও জেলা নেতাদের নিয়ে রুদ্ধদ্ধার বৈঠকও করেন। প্রশ্নোত্তরপর্ব চলে। বর্ধমানে গিয়ে এই বৈঠকে যোগ দেন বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, দলের জেলা সাধারণ সম্পাদক বাবলু বরম, ধীমান কোলে প্রমুখ।

দলের এক সূত্রে খবর, প্রশ্নোত্তর চলাকালীনই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন তুষারবাবু। জেলার সর্বত্র সংগঠন না বাড়ার কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, “পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। বিভিন্ন এলাকায় দলীয় কর্মী, সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না।” পরে জেলার সাংগঠনিক পরিস্থিতি লিখিত ভাবেই দলের জানিয়ে দেন তুষারবাবু।

Advertisement

ওই সূত্রে খবর, জবাবি ভাষণে অবশ্য মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করারই নির্দেশ দেন অমিত শাহ। তিনি জানিয়ে দেন, আক্রমণ হবে। তবে প্রতিরোধ না করে তৃণমূলের ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে আসা চলবে না। জনসমর্থনকে ইভিএম-এ বন্দি করতেই হবে। বুধবার তুষারবাবু বলেন, “জেলার পরিস্থিতি দলের সভাপতিকে জানিয়েছি।” পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কেন? বিজেপির জেলা সভাপতি বলেন, “যা ঘটছে তাই-ই বলেছি।”

বর্ধমানে এসে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন অমিত শাহ। বুঝিয়েছেন, তৃণমূলমুক্ত বাংলা গড়াই এখন বিজেপি লক্ষ্য। এই পরিস্থিতিতে তড়িঘড়ি জেলা বিজেপি-র বর্ধিত সভাও ডাকা হয়েছে। দলের এক সূত্রে খবর, কাল, শুক্রবার মেদিনীপুর শহরে জেলা বিজেপির বর্ধিত সভা হবে। কেন তড়িঘড়ি বৈঠকের ডাক? তুষারবাবু বলেন, “এটা সাংগঠনিক ব্যাপার।” জেলা বিজেপির এক নেতা জানাচ্ছেন, বর্ধমানে এসে রুদ্ধদ্ধার বৈঠকে অমিত শাহ যা নির্দেশ দিয়ে গিয়েছেন, বর্ধিত সভায় দলের নেতা-কর্মীদের তাই-ই জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement