সূচি বদল, বেলপাহাড়ির বদলে মমতা গড়বেতায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০১:৫০
Share:

কেশিয়াড়িতে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার।—নিজস্ব চিত্র।

শেষ মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর সফরের কর্মসূচি কিছুটা হেরফের হল। ঠিক ছিল, আগামী সোমবার জেলায় এসে দু’টি সভা করবেন তৃণমূলনেত্রী। কেশিয়াড়ি এবং বেলপাহাড়িতে। রাজ্য নেতৃত্বের নির্দেশে সেই মতো প্রস্তুতিও শুরু করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। তবে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের নির্দেশেই কর্মসূচির হেরফের হয়। ঠিক হয়েছে, বেলপাহাড়ির বদলে সভা হবে গড়বেতায়। দলীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়কে ফোন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়। মুকুলবাবুই গড়বেতায় সভার ব্যবস্থা করার নির্দেশ দেন। সেই মতো আজ, শুক্রবার জেলা তৃণমূলের এক প্রতিনিধি দলের গড়বেতায় যাওয়ার কথা রয়েছে। এলাকার ঠিক কোথায় সভা হবে, সমস্ত দিক খতিয়ে দেখে তা চূড়ান্ত করবেন নেতৃত্ব। তৃণমূলের জেলা নেতৃত্ব জানান, বেলপাহাড়ির সভা পরবর্তী কোনও সময়ে হবে। কেন শেষ মুহুর্তে এই হেরফের? সদুত্তর এড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশেই গড়বেতায় সভার ব্যবস্থা করা হচ্ছে।” দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “এ বার হচ্ছে না। পরবর্তী সময়ে বেলপাহাড়িতে দলনেত্রীর সভা হবে।”

Advertisement

তৃণমূল সূত্রে খবর, প্রায় এক দশক পর গড়বেতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের এই এলাকায় তিনি শেষ এসেছিলেন ২০০১ সালে। ওই বছরের গোড়ায় ছোট আঙারিয়ার ঘটনা ঘটে। তখন মেদিনীপুর অবিভক্ত ছিল। এক দশক আগে চমকাইতলায় এসে সভা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। এখন তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী। নেত্রী গড়বেতায় আসতে চলেছেন জেনে খুশি স্থানীয় তৃণমূল নেতৃত্বও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সভার প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বস্তুত, ভোটের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম জেলায় আসছেন তৃণমূলনেত্রী। গত জানুয়ারিতে জেলায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বার তাঁর প্রশাসনিক কর্মসূচি ছিল। আর এ বার রাজনৈতিক কর্মসূচি। গেল সপ্তাহে মেদিনীপুরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। দলের তিন প্রার্থীকে নিয়ে এক কর্মিসভা করেন। কর্মিসভা হয় মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে। অবাঞ্চিত ভিড় এড়াতে প্রবেশপত্রের ব্যবস্থা করেন জেলা তৃণমূল নেতৃত্ব। সভায় ডাকা হয়েছিল ঘাটাল এবং মেদিনীপুর লোকসভা এলাকার কর্মীদের। এ নিয়ে জঙ্গলমহল এলাকার কর্মীদের অনেকের মধ্যে কিছুটা অভিমানও হয়। শেষমেশ অবশ্য ‘তারকা’দের ঘিরে আবেগ- উচ্ছ্বাসের কাছে হার মানতে হয় নেতাদের। যাঁদের কাছে প্রবেশপত্র ছিল না, তাঁদেরও স্টেডিয়ামে ঢুকতে দিতে হয়। এ বার দলনেত্রী জেলায় এসে জঙ্গলমহল থেকেই তাঁর কর্মসূচি শুরু করবেন বলে গোড়ায় ঠিক ছিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাই জানতেন নেতৃত্ব। মুকুলবাবুর নির্দেশে শেষ মুহুর্তে কর্মসূচির হেরফের করতে হয়। ঠিক ছিল, বেলপাহাড়িতে সভা হবে চিকিৎসক প্রার্থী উমা সরেনের সমর্থনে। কেশিয়াড়িতে সভা হবে অভিনেত্রী প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে। গড়বেতা এলাকা ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত। ফলে, গড়বেতায় যে সভা হতে চলেছে, তা চিকিৎসক প্রার্থী উমা সরেনের সমর্থনেই। রাজ্য নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব বেলপাহাড়ি এবং কেশিয়াড়িতে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সেরেছেন। সভাস্থল চূড়ান্ত করেছেন। ঠিক ছিল, বেলপাহাড়ির সভাটি হবে স্থানীয় হাইস্কুল মাঠে। পুলিশও প্রস্তাবিত সভাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে। এর পরপরই কেন তৃণমূলনেত্রীর জেলা সফরের কর্মসূচির হেরফের হল, তা নিয়ে দলের অন্দরেও নানা জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার শুরুতে কেশিয়াড়িতেই আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পর্যন্ত তাই ঠিক রয়েছে। কেশিয়াড়ির সভাটি হবে বিডিও অফিসের অদূরের মাঠে। বেলা ১টায়। নেত্রীর হেলিকপ্টারে আসার কথা রয়েছে। তাই এ দিন থেকে হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎবাবু বলেন, “আগে কেশিয়াড়িতে সভা হবে। তারপর গড়বেতায়। দু’টি সভাতেই বিপুল জনসমাগম হবে। সুষ্ঠু ভাবে যাতে দলের কর্মসূচি হয়, তার জন্য সমস্ত পদক্ষেপই করা হচ্ছে।” গড়বেতায় একাধিক বড় মাঠ রয়েছে। যেখানে সভা হতে পারে। আজ, শুক্রবার বিকেলের মধ্যেই গড়বেতার সভাস্থল চূড়ান্ত হয়ে যাবে বলে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন