স্মারকলিপি

বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার দফতরে স্মারকলিপি জমা দিল এএনএম নার্সদের এক সংগঠন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের নেতৃত্ব জানান। নেতৃত্বের বক্তব্য, এএনএম (আর)- দের মা ও শিশু সুরক্ষায় টিকাকরণ, পরিবার পরিকল্পনা, যক্ষ্মা, কুষ্ঠ প্রভৃতি রোগের চিকিত্‌সা-সহ সাধারণ রোগের চিকিত্‌সাও এঁদের করতে হয়।

Advertisement
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০০:৫০
Share:

বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার দফতরে স্মারকলিপি জমা দিল এএনএম নার্সদের এক সংগঠন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের নেতৃত্ব জানান। নেতৃত্বের বক্তব্য, এএনএম (আর)- দের মা ও শিশু সুরক্ষায় টিকাকরণ, পরিবার পরিকল্পনা, যক্ষ্মা, কুষ্ঠ প্রভৃতি রোগের চিকিত্‌সা-সহ সাধারণ রোগের চিকিত্‌সাও এঁদের করতে হয়। বর্তমানে স্বাস্থ্য দফতর গর্ভবতী মায়েদের এইচআইভি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজ উপস্বাস্থ্য কেন্দ্রে এএনএম (আর)- দের করতে নির্দেশ দিয়েছে। সংগঠনের বক্তব্য, এর ফলে গ্রামীণ মা ও শিশুদের স্বাস্থ্যের বিষয়টি অবহেলা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement