স্মরণিকায় মোগলমারি

মোগলমারি বৌদ্ধবিহার নিয়ে স্মরণিকা প্রকাশ করল স্থানীয় ক্লাব। গত শুক্রবার বিকেলে দাঁতনের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানে ওই স্মরণিকা প্রকাশ করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, দাঁতন ১-এর বিডিও জ্যোতি ঘোষ দার্জিলিঙে বদলি হয়ে যাচ্ছেন।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০১:০০
Share:

মোগলমারি বৌদ্ধবিহার নিয়ে স্মরণিকা প্রকাশ করল স্থানীয় ক্লাব। গত শুক্রবার বিকেলে দাঁতনের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানে ওই স্মরণিকা প্রকাশ করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, দাঁতন ১-এর বিডিও জ্যোতি ঘোষ দার্জিলিঙে বদলি হয়ে যাচ্ছেন। ওই দিন তাঁকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই স্থানীয় তরুণ সেবা সঙ্ঘ ও পাঠাগারের উদ্যোগে ‘ইতিহাসের আলোকে মোগলমারি’ নামে স্মরণিকাটি প্রকাশ করেন বিডিও। ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাত দফার খননকার্যে মোগলমারি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে। ২০১৪ সাল থেকে ওই পুরাতত্ত্ব ক্ষেত্রের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে রাজ্য পুরাতত্ত্ব বিভাগ। ষষ্ঠ শতকের সেই বৌদ্ধবিহারের উৎখনন সংক্রান্ত খুঁটিনাটি স্মরণিকায় তুলে ধরা হয়েছে। তরুণ সেবা সঙ্ঘের যুগ্ম-সম্পাদক অতনু প্রধান বলেন, “এই স্মরণিকাতে সখীসেনার কাহিনী থেকে শুরু করে উৎখনন সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে। এটি আগত দর্শনার্থীদের সমৃদ্ধ করবে বলেই আমাদের আশা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন