সূর্যকান্তের সভা, পাল্টা মিছিল তৃণমূলের

দু’দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা এলাকায় জনসভা করে বিজেপি-তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করেছিলেন। সোমবার সেই কুনারপুরে মিছিল করে প্রতিবাদে সরব হল তৃণমূল। এ দিন কুনারপুর থেকে নন্দকিশোর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে মিছিল হয়। নেতৃত্বে ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি কৌসর আলি, ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০০:৪৫
Share:

দু’দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা এলাকায় জনসভা করে বিজেপি-তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করেছিলেন। সোমবার সেই কুনারপুরে মিছিল করে প্রতিবাদে সরব হল তৃণমূল। এ দিন কুনারপুর থেকে নন্দকিশোর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে মিছিল হয়। নেতৃত্বে ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি কৌসর আলি, ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ প্রমুখ।

Advertisement

এ দিন নন্দকিশোরীর পথসভা থেকে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র মানুষকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। গত শনিবার এই কুনারপুরেই সভা ছিল সিপিএমের। ওই সভায় সমালোচনার সুরেই সূর্যকান্তবাবু বলেন, “একজন কেন্দ্রে বসে বলছে, হিন্দু দেশ বানাবে আর একজন রাজ্যে বসে মুসলিম দেশ গড়ার কথা বলছেন। আর সেই তৃণমূল-বিজেপি পরে লাড্ডু ভাগাভাগি করে খাচ্ছে।” সিপিএমের ওই সভার পরেই মানুষের সমর্থন আদায়ে মিছিল ও পথসভার সিদ্ধান্ত নেয় তৃণমূল। পাড়ুই থেকে ভাঙড়, সারদা থেকে খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তৃণমূলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই জায়গায় সূর্যকান্ত মিশ্রদের এই মন্তব্যে এলাকার মানুষ যাতে তৃণমূল থেকে সরে না আসে সেই চেষ্টায় এ দিন পাল্টা মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ বলেন, “সূর্যকান্ত মিশ্ররা মানুষকে ভুল বুঝিয়ে যে অশান্তি সৃষ্টি করতে চাইছেন তা এই সরকারের উন্নয়নকে স্তব্ধ করতে পারবে না। এখন লাল থেকে গেরুয়া মুখোশ ধরে একই কায়দায় বিজেপির কর্মীরা বোমা-গুলি চালাচ্ছে রাজ্য জুড়ে। সেই আঁচ যাতে নারায়ণগড়ে না আসে তার জন্য মানুষকে সিপিএম ও বিজেপির মতো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন