সারস্বত উত্‌সবে বাধা ভুলে রঙের ভুবনে কচিকাঁচারা

ওদের মধ্যে কারও জগত্‌ শব্দহীন ও ভাষাহীন। কেউ আবার ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। কারও আবার যথাযথ মানসিক বিকাশ ঘটে নি। বাগদেবীর আরাধনা-উত্‌সবে এমনই কয়েকশো শিশুর হাত ধরবে ‘রং-তুলি’। প্রতিবন্ধকতা ভুলে কচি-কাঁচারা মাতোয়ারা হবে ‘রঙের ভুবনে’! বেলপাহাড়ি ব্লকের শিলদার ‘রং-তুলি’ সংস্থার বার্ষিক সারস্বত উত্‌সব উপলক্ষে এ বার সেই সব শিশুদের কথা ভাবা হয়েছে, যারা কোনও দিনই ছবি আঁকেনি।

Advertisement

কিংশুক গুপ্ত

শিলদা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০০:৪৩
Share:

চক পেন্সিল দিয়ে তৈরি প্রতিমা। ছবি: দেবরাজ ঘোষ।

ওদের মধ্যে কারও জগত্‌ শব্দহীন ও ভাষাহীন। কেউ আবার ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। কারও আবার যথাযথ মানসিক বিকাশ ঘটে নি। বাগদেবীর আরাধনা-উত্‌সবে এমনই কয়েকশো শিশুর হাত ধরবে ‘রং-তুলি’। প্রতিবন্ধকতা ভুলে কচি-কাঁচারা মাতোয়ারা হবে ‘রঙের ভুবনে’! বেলপাহাড়ি ব্লকের শিলদার ‘রং-তুলি’ সংস্থার বার্ষিক সারস্বত উত্‌সব উপলক্ষে এ বার সেই সব শিশুদের কথা ভাবা হয়েছে, যারা কোনও দিনই ছবি আঁকেনি।

Advertisement

সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতি বছর শিলদায় সংস্থার প্রাঙ্গণে সারস্বত উত্‌সবের আয়োজন করা হয়। প্রতিবারই থাকে নিত্য নতুন ভাবনার অনুষঙ্গ। এ বার উত্‌সবের ২১ তম বর্ষে প্রতিবন্ধী শিশুদের জন্য ‘রঙের ভুবন’ কর্মশালার আয়োজন করা হয়েছে। রং-তুলির কর্ণধার প্রবীণ শিল্পী ভগীরথ ঘর বলেন, “সুস্থ মানুষের চেয়ে শারীরিক প্রতিবন্ধীরা অনেক বেশি সংবেদনশীল। ওদেরও শিল্প-চেতনা রয়েছে। অনেক ক্ষেত্রেই সুযোগের অভাবে প্রতিভার বিকাশ হয় না। ওরা যে কিছু করতে পারে, সেটা অনেক ক্ষেত্রেই কাছের মানুষেরা ভাবতে পারেন না। তাই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এ বছর প্রতিবন্ধী শিশুদের জন্য নিখরচায় সেই সুযোগ করে দিচ্ছি। আমরা স্বপ্ন দেখি হয়তো কোনও দিন এই ভূমিপুত্র-ভূমিকন্যাদের মধ্যেই কেউ হয়ে উঠবে ভবিষ্যতের যামিনী রায় কিংবা শানু লাহিড়ি!” ভগীরথবাবু জানালেন, ২৬ ও ২৭ জানুয়ারি দু’দিন কর্মশালার পরে সংস্থার উদ্যোগে ওই প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে বছরভর শিল্পশিক্ষার দায়িত্বও নেওয়া হবে। কর্মশালায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে আসার জন্য সংস্থার প্রতিটি শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বার সংস্থার শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমে আড়াই হাজার চক পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে বাগদেবীর মূর্তি। সঙ্গে এক ঝাঁক কচি-কাঁচা ও তরুণ প্রজন্মের আঁকা ছবি ও শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে থাকছে ক্যানভাসে আঁকা ছ’শো ছবি এবং ডোকরা, স্পঞ্জ, কাগজ, কাঠ ও কোলাজের শিল্পকর্ম। এছাড়া শিশু শ্রমিক ও পথ শিশুদের নিয়ে বেশ কিছু অসাধারণ প্রতিবাদী ছবি এঁকেছেন সংস্থার প্রাক্তনী বর্তমানে কলকাতার বেঙ্গল ফাইন আর্টস্‌ কলেজের ছাত্র সোমনাথ ঘর।

Advertisement

আজ, শনিবার বিকেলে উত্‌সবের উদ্বোধন করবেন বাঁকুড়ার দুই লোকশিল্পী। রবিবার সরস্বতী পুজো। সোম ও মঙ্গলবার দু’দিন ধরে এলাকার প্রতিবন্ধী শিশুদের জন্য ‘রঙের ভুবন’ অঙ্কন কর্মশালাটি হবে। চারদিনের উত্‌সবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন