সন্ধ্যাদেবীর ভাইয়ের সঙ্গে দলীয় নেতাদের বৈঠক

মেদিনীপুরে এসে দলের নেতাদের সঙ্গে একদফা আলোচনা সেরে নিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়ের ভাই পরিমল রায়। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তিনি শহরে আসেন। সন্ধ্যাদেবীর জন্য যে ফ্ল্যাটে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে যান। সমস্ত কিছু খতিয়ে দেখেন। আগামী সোমবার জেলায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি বেলপাহাড়ি এবং কেশিয়াড়িতে সভা করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৪ ০১:৪৬
Share:

মেদিনীপুরে এসে দলের নেতাদের সঙ্গে একদফা আলোচনা সেরে নিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়ের ভাই পরিমল রায়। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তিনি শহরে আসেন। সন্ধ্যাদেবীর জন্য যে ফ্ল্যাটে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে যান। সমস্ত কিছু খতিয়ে দেখেন। আগামী সোমবার জেলায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি বেলপাহাড়ি এবং কেশিয়াড়িতে সভা করবেন। কেশিয়াড়ির সভাটি হবে এই তারকা-প্রার্থীর সমর্থনে। পরিমলবাবু জেলা নেতৃত্বকে জানান, সোমবার সকালে শহরে এসে ভোট- প্রচারে বেরোবেন সন্ধ্যাদেবী। ঘন্টা দেড়েক ওই বাড়িতে ছিলেন পরিমলবাবু। তারপর কলকাতার উদ্দেশে রওনা হন। সন্ধ্যাদেবীর জন্য মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। যে ফ্ল্যাটে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটের নাম ‘আন্তরিক’। সব মিলিয়ে তিনটি ঘর। সব ঘরগুলোই বেশ সাজানো- গোছানো। সোমবারই তারকেশ্বরে গিয়ে পুজো দিয়েছেন ‘বাবা তারকনাথ’ ছবির ‘সুধা’। সঙ্গে ছিলেন পরিমলবাবুও। শহরে এসে ভাড়া বাড়ির ল্যান্ডফোন নম্বরেরও খোঁজ করেন পরিমলবাবু। তিনি জানান, যেখানে যেখানে প্রার্থীর নম্বর প্রয়োজন, সেখানে ওই নম্বরই দেওয়া হবে। কিন্তু, ভাড়া বাড়িতে তখনও ল্যান্ডফোনের সংযোগ আসেনি। জেলা নেতৃত্ব তাঁকে আশ্বস্ত করেন, আবেদন করা হয়েছে। বিকেলের মধ্যেই সংযোগ চলে আসবে। এ দিন এই ভাড়া বাড়িতেই জেলা নেতাদের সঙ্গে একদফা আলোচনা সেরে নেন পরিমলবাবু। কিছু প্রচারসূচি নিয়েও প্রাথমিক আলোচনা হয়। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, দলের শহর সভাপতি আশিস চক্রবর্তী প্রমুখ। দলীয় সূত্রে খবর, আগামী মাসের গোড়াতেই শহরে আসার কথা ছিল এই তারকা- প্রার্থীর। ঠিক ছিল, ২ এপ্রিল তিনি ভাড়া বাড়িতে এসে উঠবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় ওই সূচির হেরফের হয়েছে। সন্ধ্যাদেবীর সমর্থনেই কেশিয়াড়িতে সভা করবেন মমতা। ফলে, ওই সভায় প্রার্থীর উপস্থিত থাকাটা জরুরি। সমস্ত দিক খতিয়ে দেখে ঠিক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন অর্থাৎ, আগামী সোমবার সকালেই সন্ধ্যাদেবী মেদিনীপুরে আসবেন। পরে এখান থেকে যাবেন দলের কর্মসূচিতে যোগ দিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন