চার বিষয়ে মক টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকে

সহায়িকা বই প্রকাশ করা হয়েছিল গত বছর। এ বার ‘মক টেস্ট পেপার’ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করার জন্য এখন মক টেস্ট দেওয়ার রেওয়াজ আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে তাই সাহায্যের হাত বাড়াল সংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০২:২৭
Share:

সহায়িকা বই প্রকাশ করা হয়েছিল গত বছর। এ বার ‘মক টেস্ট পেপার’ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করার জন্য এখন মক টেস্ট দেওয়ার রেওয়াজ আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে তাই সাহায্যের হাত বাড়াল সংসদ।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বৃহস্পতিবার মক টেস্ট পেপার প্রকাশ করে জানান, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা— এই চারটি বিষয়ের এমসিকিউ ধাঁচের প্রশ্ন এবং তার সমাধান ও উত্তর দেওয়া আছে এই বইয়ে। উচ্চ মাধ্যমিক তো বটেই, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই বই সাহায্য করবে বলে মনে করেন তাঁরা। তিনি জানান, এই টেস্ট পেপার তৈরির সময়ে ডাক্তারি (নিট) এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষার কথা মাথায় রাখা হয়েছে। সংসদের শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত তাপস মুখোপাধ্যায় জানালেন, সর্বভারতীয় পরীক্ষাগুলির বিষয়ে সম্যক জ্ঞান রয়েছে, এমন শিক্ষকদের দিয়েই এই মক টেস্ট পেপার তৈরি করা হয়েছে। চারটি বিষয়ে ২৫টি করে প্রশ্নপত্রের সেট থাকবে এই টেস্ট পেপারে।

এ বার যাঁরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, সংসদের মূল কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ে তাঁরা ৩ জানুয়ারি থেকে ‘মক টেস্ট পেপার’ পাবেন। তার জন্য পরীক্ষার্থীকে সংসদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের ওই বই দেওয়া হবে এপ্রিল থেকে।

Advertisement

উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান পড়ুয়ারা যাতে জয়েন্ট এন্ট্রান্স-সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় ভাল ফল করতে পারেন, সেই জন্য গত বছর সহায়িকা বই প্রকাশ করেছিল সংসদ। এনসিইআরটি-র পাঠ্যক্রম মেনে পাঠ্য বিষয়ের আলোচনা ছিল সেই সহায়িকায়। সংসদ-সভানেত্রীর দাবি, সেই বই থেকে পড়ুয়ারা খুবই উপকৃত হয়েছিলেন। পড়ুয়ারা এ বারেও সেই সহায়িকা বই পাবেন। তার পাশাপাশি ইংরেজিতে ‘মক টেস্ট পেপার’ প্রকাশ করা হয়েছে। তবে কিছু কিছু বাংলা প্রতিশব্দও রাখা হয়েছে।

সংসদ-সভানেত্রী জানান, এ বার থেকে একাদশ শ্রেণি এবং উচ্চ মাধ্যমিকের অধিকাংশ প্রশ্নপত্র ইংরেজি, বাংলার পাশাপাশি হিন্দিতেও করা হবে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষেরও বেশি। এর মধ্যে হিন্দি মাধ্যমের পরীক্ষার্থী প্রায় এক লক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন